জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান এবং তাঁর স্ত্রী রোজা আহমেদের বিচ্ছেদের খবরটি এখন নিশ্চিত। গত বছরের শুরুতে ধুমধাম করে বিয়ের খবর জানালেও বছরের মাথায় এসে এই দম্পতি আলাদা হয়ে যাওয়ার দুঃসংবাদ দিলেন। তাহসান নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন যে বর্তমানে তাঁরা আর একসঙ্গে থাকছেন না এবং তাঁদের পথ এখন সম্পূর্ণ ভিন্ন।
জানা গেছে যে গত বছরের জুলাই মাস থেকেই তাহসান ও রোজা পৃথকভাবে বসবাস করছেন। চূড়ান্ত বিচ্ছেদের পথে হাঁটছেন উল্লেখ করে তাহসান জানান যে খুব শিগগিরই তাঁরা আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে বিস্তারিত ঘোষণা দেবেন। এখনই ব্যক্তিগত সব কারণ সামনে আনতে না চাইলেও সম্পর্কের অবনতির বিষয়টি তিনি স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছেন।
কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রোজা আহমেদ তাঁদের বিবাহবার্ষিকীর একটি কেকের ছবি শেয়ার করেছিলেন, যা ভক্তদের মনে কৌতূহল ও নানা প্রশ্নের জন্ম দেয়। সেই ছবিতে রোজার পোশাক ও উপস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি তাঁদের বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন শুরু হয়। তাহসানের সাম্প্রতিক বক্তব্যে সেই সব গুঞ্জনের অবসান ঘটল এবং বিচ্ছেদের বিষয়টি এখন সবার সামনে পরিষ্কার।
২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে পেশাদার মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন এবং নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি প্রতিষ্ঠানও রয়েছে। স্বল্প সময়ের পরিচয়ে শুরু হওয়া এই সংসার এক বছর পূর্ণ হওয়ার আগেই সমাপ্তির পথে আসায় ভক্তদের মাঝে বিষাদের ছায়া নেমে এসেছে।
এটি ছিল তাহসানের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৬ সালে তিনি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং দীর্ঘ ১১ বছরের সেই সংসার ২০১৭ সালে ভেঙে যায়। মিথিলার সঙ্গে তাঁর একটি কন্যাসন্তান রয়েছে যার নাম আইরা তাহরিম খান। দীর্ঘ বিরতির পর নতুন জীবন শুরু করলেও ব্যক্তিগত জীবনের এই চড়াই-উতরাই তাহসানকে আবারও এক কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে।