অভিনেত্রী জানালেন, প্রকৃতি তাকে ভীষণ টানে, তাই জলের ধারে বেড়াতে তার খুব ভালো লাগে। আর সেই স্থান যদি হয় পদ্মবিল, তাহলে তো আর কথাই নেই। কাজের ব্যস্ততার ফাঁকে একটু সময় পেলেই তিনি কোথাও না কোথাও চলে যান। সম্প্রতি তেমনই এক ছুটির দিনে তিনি পদ্মবিল দেখতে গিয়েছিলেন। অনেকবার নাম শুনলেও এর আগে তার সামনে থেকে দেখার সুযোগ হয়নি। এবার শুটিংয়ের ফাঁকে কয়েক ঘণ্টার ফাঁকা সময় পেয়েই তিনি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন।

রাস্তার দুই পাশে সবুজ ধানক্ষেত আর গ্রামীণ পথ দেখতে দেখতে তিনি পদ্মবিলে পৌঁছান। দূর থেকে লালচে গোলাপি রঙের ফুলে ঢেকে থাকা জলের বিস্তৃতি দেখে তিনি চোখ সরাতে পারেননি। তার মনে হচ্ছিল, তিনি যেন কোনো চিত্রকর্মের ভেতরে ঢুকে পড়েছেন

নৌকায় উঠে বিলে ভেসে পড়ার পর তিনি অনুভব করেন এক অদ্ভুত শান্তি। চারদিকে শুধু পদ্মফুল আর তার পাতার সবুজ রাজত্ব। হালকা বাতাসে ফুলের দোল আর জলের তরঙ্গের শব্দে শহরের কোলাহল, কাজের চাপ, ক্যামেরার আলোসবকিছু যেন মুহূর্তেই হারিয়ে গেল। তিনি বলেন, শুধু আমি আর প্রকৃতি ছিলাম।

পদ্মবিল তাকে আবার মনে করিয়ে দিয়েছে যে, প্রকৃতির কাছেই শান্তি পাওয়া যায়, এ কারণে সেখানে বারবার ফিরে যেতে মন চায়। তিনি জানান, পরেরবার গেলে আরও সময় নিয়ে থাকতে চান এবং মুহূর্তগুলো আরও ভালোভাবে উপভোগ করতে চান। তার মতে, শহরের ব্যস্ত জীবনের ভিড়ে এমন নির্জন সৌন্দর্যই আসলে তার সবচেয়ে প্রিয় আশ্রয়। পদ্মবিলে কাটানো কয়েক ঘণ্টা হয়তো জীবনের ক্যালেন্ডারে ছোট্ট এক দিন, কিন্তু মনে হবে সেটাই ছিল এক সম্পূর্ণ যাপন। সবকিছু মিলিয়ে সুন্দর অভিজ্ঞতা নিয়ে তিনি ঢাকায় ফিরেছেন।