মডেলিংয়ে প্রথম সারির অবস্থানে থাকা অভিনেত্রী সৈয়দা তৌহিদা হক তিথী এবার হালের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধলেন। তবে এটি কোনো চলচ্চিত্র বা ফিকশন নয়, একটি বিজ্ঞাপনচিত্র। তিথীর অভিনীত চলচ্চিত্র জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় সৈকত নাসিরের 'মাসুদ রানা' এখনো মুক্তি পায়নি।
বিশাল পরিসরে নির্মিত এই বিজ্ঞাপনচিত্রটি বানিয়েছেন ফাহাদ খান। চার দিন ধরে কক্সবাজারে এর শুটিং হয়েছে। তিথী জানান, একটি শীতকালীন প্রসাধনীর প্রচারণায় তাঁদের দুজনকে দেখা যাবে। তিথী বলেন, "আমি যেমন মডেলিং করছি, রাজ ভাইয়ার ক্যারিয়ারও মডেলিং দিয়েই শুরু হয়েছিল। তাঁর সঙ্গে এই প্রথমবার স্ক্রিন শেয়ার করা হলো। যদিও আমাদের বেশ আগে থেকেই পরিচয় ছিল, অভিনয়টা প্রথম করলাম আরকি।"
তিথী আরও জানান, সহশিল্পী হিসেবে রাজ তাঁকে অনেক সহযোগিতা করেছেন। ডিসেম্বরের প্রথমার্ধে বিজ্ঞাপনচিত্রটি প্রচারে আসবে বলে জানিয়েছেন এ মডেল-অভিনেত্রী। এছাড়া তিনি নতুন একটি চলচ্চিত্রেও অভিনয় করছেন, যা নিয়ে শিগগিরই খবর প্রকাশ্যে আনবেন।