জনপ্রিয় ধারাবাহিক 'ব্যাচেলর পয়েন্ট'-এর পঞ্চম সিজনে ফিরছেন অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি নিজেই এই খবরটি নিশ্চিত করেছেন। 'ব্যাচেলর পয়েন্ট'-এর শুরু থেকেই 'নেহাল' চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তৌসিফ। ব্যক্তিগত কারণে কিছু সময়ের জন্য এই সিরিজ থেকে তিনি দূরে থাকলেও, এবার আবারও নেহাল হয়ে দর্শকদের সামনে আসছেন।
আজ একটি অনুষ্ঠানের মাধ্যমে তৌসিফ তার ফিরে আসার ঘোষণা দেবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, “দর্শক সর্বদা চান নেহাল চরিত্রটি ফিরে আসুক। তাই ফের এ চরিত্রটির মাধ্যমে 'ব্যাচেলর পয়েন্ট'-এ দর্শক আমাকে দেখতে পাবেন।”
এর আগে নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছিলেন যে, বাস্তব জীবনের মতো হয়তো ভবিষ্যতে কোনো এক সময় চরিত্রগুলো আবার একসঙ্গে দেখা যাবে। তৌসিফের ফিরে আসার মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান হলো।