বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি দীর্ঘ ৬ বছর পর আবারও সিনেমার শুটিংয়ে ফিরছেন। রায়হান খানের পরিচালনায় নির্মিতব্য 'ট্রাইব্যুনাল' নামের একটি কোর্টরুম ড্রামা-থ্রিলার সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় প্রত্যাবর্তন করছেন তিনি।
তানিয়া বৃষ্টি ২০১৫ সালে আকরাম খানের 'ঘাসফুল' সিনেমার মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করলেও তেমন সাফল্য পাননি। তার অভিনীত সবশেষ সিনেমা 'গোয়েন্দাগিরি' মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। এরপর তিনি ছোটপর্দায় নিয়মিত কাজ করে যাচ্ছিলেন।
'ট্রাইব্যুনাল' নিয়ে অভিনেত্রী:
প্রায় ছয় বছরের দীর্ঘ বিরতি শেষে সিনেমার শুটিংয়ে ফেরা প্রসঙ্গে অভিনেত্রী জানান, নাটকের ব্যস্ততার কারণে তিনি এতদিন সিনেমা নিয়ে ভাবছিলেন না। তবে ভালো গল্প ও চরিত্র পেলে ফিরবেন সেই সম্ভাবনা তিনি কখনোই উড়িয়ে দেননি। অবশেষে 'ট্রাইব্যুনাল'-এর মাধ্যমে তার সেই অপেক্ষার পালা শেষ হলো।
সিনেমা প্রসঙ্গে:
'ট্রাইব্যুনাল' সিনেমাটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। এটি একটি কোর্টরুম ড্রামা, যার মধ্যে ক্রাইম থ্রিলারের উপাদানও রয়েছে। সিনেমাটির গল্পে ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনীতি নিয়ে প্রশ্ন তোলা হবে।
উল্লেখ্য, 'ট্রাইব্যুনাল' সিনেমায় তানিয়া বৃষ্টি ছাড়াও অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভান, সায়রা আক্তার জাহান এবং মিলন ভট্টাচার্য প্রমুখ।