সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান জনপ্রিয় পারিবারিক গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২-এর উপস্থাপনা নিয়ে ফিরছেন। সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মেলন থেকেই তাহসান সাংবাদিকদের প্রতি এক বিশেষ অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে আমরা এমন এক যুগে প্রবেশ করেছি, যেখানে দর্শক কম কিন্তু সমালোচক বেশি, তাই এই সময়ে সত্য সংবাদ প্রচার করা খুব জরুরি। নিজের উদাহরণ টেনে তিনি বলেন, "কয়েক মাস আগে কোনো এক অনলাইনে নিউজ হয়েছে আমি নাকি বাবা হয়েছি! অথচ ওটা ছিল তিন-চার বছর আগের একটি ছবি। কিছু দিন পর পরই এসব ফেক গুজব ছড়ানো হয়।"
তাহসান খান মনে করেন, শিল্পীদের রক্ষায় সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর মতে, যারা এসব ভুয়া খবর ছড়ায়, তাদের নিয়ে পোস্ট করলে উল্টে তারাই প্রচার পেয়ে যায়। তাই তিনি বলেন, "এই কাজগুলো হচ্ছে সাংবাদিক ভাইদের, যারা আমাদের মতো আর্টিস্টদের রক্ষা করবে। কারণ, আমরা যারা কাজ করি তারা এবং বিনোদনের সাংবাদিকরা সম্পূরক। খ্যাতির চাদরের সঙ্গে যে বিড়ম্বনা আসে, সেগুলোর মোকাবিলা করা কঠিন।" এই বিড়ম্বনা দূর করে সঠিক খবর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তিনি সবার কাছে অনুরোধ জানিয়েছেন।
পারিবারিক বিনোদনের এই জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২ এবারও একটি বেসরকারি চ্যানেলে প্রচারের পাশাপাশি বঙ্গ অ্যাপে দেখা যাবে। এই ডিসেম্বরেই নতুন সিজনের শুটিং (নির্মাণকাজ) শুরু হবে, যেখানে থাকবে আরও বেশি হাসি, মজা আর জমজমাট পারিবারিক আনন্দ। ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড এবারও 'টাইটেল স্পন্সর' হিসেবে যুক্ত হয়েছে। কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘোষণা করেছে যে নতুন সিজনের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং দেশের সকল উৎসাহী পরিবারকে এই চ্যালেঞ্জিং ও মজার আয়োজনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।