ভারতের টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনাম হন। দুই দশকের বেশি সময় ধরে একমাত্র মেয়ে ঐশীকে নিয়েই তাঁর জীবন কাটছে। দীর্ঘ সময় ধরে একা থাকার কারণে একাধিক অভিনেতার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়ালেও, তিনি কারো সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেননি।

সম্প্রতি প্রেম করতে না পারার আক্ষেপ নিয়ে অভিনেত্রী বলেন, "লোকজন কি সুন্দর বিয়ে করছে আর আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না। সত্যি বুড়ো হয়ে গেলাম।"

তবে গত বছর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, দ্বিতীয় বিয়ের জন্য তিনি ভাবছেন না। তখন তিনি বলেছিলেন, "এখনো দূরপর্যন্ত এমন কাউকে দেখতে পাইনি যাকে দেখে মনে হতে পারে যে হ্যাঁ, এই তো সে, যার জন্য অপেক্ষা করছি।" তিনি আরও বলেছিলেন, "টিভি রিমোট নিয়ে কাড়াকাড়ি, পাশে শুয়ে কেউ নাক ডাকছে এটা এখন আর সহ্য করতে পারব না। আমি কুকুরদের নিয়ে ভালো আছি। ওদের সঙ্গে শুয়ে থাকি রাজার মতো। পাশে আরেকজনকে নিয়ে শুতে পারব না।"

নিজের ব্যক্তিগত জীবন এবং টালিউড ইন্ডাস্ট্রির স্বজনপ্রেম নিয়ে মন্তব্যের জেরে তিনি বহুবার সংবাদের শিরোনামে এসেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনায়ও পা রেখেছেন এবং ‘এবং ছাদ’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন।