প্রখ্যাত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি এবং জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা মিডিয়া জগত থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছে। ছোটবেলা থেকেই অভিনয় ও মডেলিংয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পেলেও এখন থেকে সে আর ক্যামেরার সামনে মুখ দেখাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে লুবাবা নেকাব পরা শুরু করেছে এবং নিজের জীবনধারায় আমূল পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে।

লুবাবার মা জাহিদা ইসলাম জেমি জানিয়েছেন, এই সিদ্ধান্তটি লুবাবার একান্তই নিজস্ব উপলব্ধি থেকে এসেছে। নিয়মিত ধর্মীয় বই, হাদিস পাঠ এবং কুরআন খতম দেওয়ার পর তার মধ্যে এই পরিবর্তনগুলো আসে। সে মনে করছে নেকাব পরিহিত অবস্থায় মিডিয়ায় কাজ করা সম্ভব নয়, তাই অভিনয় জগত ছেড়ে দেওয়ার পথ বেছে নিয়েছে। তবে সামাজিক মাধ্যমে কিছু প্রচারণামূলক কাজ করলেও তা নেকাব পরেই করবে বলে জানানো হয়েছে।

ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি লুবাবা এখন তাঁর ভবিষ্যৎ জীবন নিয়ে নতুনভাবে পরিকল্পনা করছে। আগামী রমজান মাসে সে সপরিবারে ওমরাহ হজ পালন করতে মক্কায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। খুব অল্প বয়সে অভিনয় জগত ছেড়ে ধর্মের পথে লুবাবার এই পদার্পণ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করেছে।