জনপ্রিয় মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান গত ৯ নভেম্বর নারায়ণগঞ্জের ব্যবসায়ী (টেক্সটাইল ইঞ্জিনিয়ার) রাকিবুল হাসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রিয়াঙ্কা দীর্ঘদিন ধরে এমন একটি ছেলেকেই জীবনসঙ্গী হিসেবে চেয়ে আসছিলেন, যে তাঁকে অনেক ভালোবাসবে, যে হবে ভালো মনের ও ধর্মপরায়ণ একজন মানুষ। পুরান ঢাকার একটি বাড়িতে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পরের দিনই এই দম্পতি ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন এবং আগামী ২৩ নভেম্বর দেশে ফিরবেন।
প্রিয়াঙ্কা জামান জানান, রাকিবের সঙ্গে তাঁর অল্পদিনের পরিচয় হলেও, তাঁকে জানার ও বোঝার চেষ্টা করেই তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, "আমি বিগত দিনে যেমন একটি মানুষের স্বপ্ন দেখে আসছি, রাকিব ঠিক তেমনি একজন মানুষ।" তিনি রাকিবের বিনয় ও যত্নশীলতায় মুগ্ধ। আগামী জানুয়ারি মাসে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। অন্যদিকে, রাকিব বলেন, প্রিয়াঙ্কাকে প্রথম একটি অনুষ্ঠানে দেখেই তাঁর ভালো লাগে এবং প্রেমের সম্পর্কে না গিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দেন, যা পারিবারিকভাবে সম্পন্ন হয়।
প্রিয়াঙ্কা জামান বর্তমানে তাঁর পেশাগত জীবনেও ব্যস্ত। তিনি সজীব চিশতীর ‘গয়নার বাক্স’ সহ কয়েকটি নাটকে কাজ করেছেন এবং সম্প্রতি ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘মার্ডার’-এর কাজ শেষ করেছেন। ডিপজল প্রযোজিত ‘যেমন জামাই তেমন বউ’ ছিল তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। এছাড়া তাঁর মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘কী করে বলব তোমায়’, ‘যন্ত্রণা’ ও ‘তবুও প্রেম দামি’।