রাজ্জাক-কবরী হোক কিংবা আফজাল হোসেন-সুবর্ণা মুস্তাফা, যুগ যুগ ধরেই শোবিজ ইন্ডাস্ট্রিতে চলে আসছে জুটি প্রথা। তাদের মতো ঢাকাই ইন্ডাস্ট্রিও জন্ম দিয়েছে অনেক সফল জুটির। তাদের কেউ কেউ একসঙ্গে একাধিক কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। সিনেমার মতো নাটকেও সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে জুটি। তারই ধারাবাহিকতায় এবার পর্দায় অভিষেক হতে যাচ্ছে নতুন এক জুটির, অভিনেতা তৌসিফ মাহবুব ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মি ইসলাম নীলার।
এক দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত তৌসিফ মাহবুব। এবার তিনি জুটি বেঁধেছেন শাম্মি ইসলাম নীলার সঙ্গে। সুন্দরী প্রতিযোগিতা থেকে বের হয়ে নীলা এর আগে তৌসিফের ‘লাভ সাব’ নাটকে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। তবে এবার আর ক্যামিও নয়, ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’ এ পূর্ণাঙ্গ অভিনয়ের মধ্য দিয়ে নায়িকা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে নীলার। ইতিমধ্যে শুটিং শেষ, এখন শুধু মুক্তির অপেক্ষা।
তৌসিফ মাহবুব কালের কণ্ঠকে বলেন, ‘জুটি প্রথা বিষয়টি অনেক সময় ধরেই চলে আসছে। দর্শক যখন একসঙ্গে দুটি শিল্পীর কাজ দেখতে পছন্দ করেন তখনই আসলে সেই জুটির কাজ বেশি হয়। এটা দর্শকদেরই ভালোবাসার বহিঃপ্রকাশ।’ নীলার সঙ্গে জুটি প্রসঙ্গে তিনি বলেন, “আমার একটি নাটকে নীলা ক্যামিও চরিত্র করেছিলেন, তখন তার মধ্যে পটেনশিয়াল কিছু দেখেছিলাম। এরপর যখন কথা হলো, বসা হলো দেখলাম সে ভীষণ আগ্রহী, একইসঙ্গে ডেডিকেটেড। তারপর ঘটে গেল।”
গেল বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩ এ অংশ নিয়ে মুকুট জিতেন শাম্মি ইসলাম নীলা। সুন্দরী প্রতিযোগিতা থেকে বের হয়ে তিনি নিজেকে মডেলের পরিবর্তে কনটেন্ট ক্রিয়েটর বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। নীলা কালের কণ্ঠকে বলেন, “অপেক্ষা করছিলাম ভালো সুযোগের। চেয়েছিলাম, একটা ভালো গল্প যেখানে আমার চরিত্রের গুরুত্ব থাকবে এবং একটা দারুণ এন্ট্রি হবে। অবশেষে তৌসিফ ভাইয়ার মাধ্যমে সেই সুযোগটা এলে, আমারও সব কিছু পছন্দ হলো, এরপর কাজ করলাম।”
তৌসিফের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তরুণ এই অভিনেত্রী বলেন, “তৌসিফ ভাইয়ার সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। যার কারণে প্রথম কাজে তিনি সহশিল্পী হওয়াতে আমার জন্য বিষয়টি অনেক সহজ হয়ে গেছে। তিনি সহশিল্পী হিসেবে চমৎকার, ভীষণ সাপোর্টিভ। রিহার্সেল থেকে শুরু করে শুটিংয়ের সময় আমার চরিত্রটা বুঝে নিতে ভীষণ সহযোগিতা করেছেন। বিভিন্ন সময়ে আমাকে গাইড করেছেন। এটা সত্যি দারুণ।”