থাইল্যান্ডে শুরু হয়েছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর, যেখানে অংশ নিচ্ছেন ১২১টি দেশের প্রতিযোগী। নানা বিভাগে চলছে প্রতিযোগিতা ও ভোটিং। এর মধ্যেই বাংলাদেশের প্রতিনিধিত্বকারী তানজিয়া জামান মিথিলা নজর কাড়ছেন দারুণভাবে।
‘পিপলস চয়েস’ বিভাগে বুধবার রাত ৮টা পর্যন্ত ১ লাখ ৯২ হাজারের বেশি ভোট পেয়ে তিনি তৃতীয় স্থানে ছিলেন। পরে আরও এগিয়ে ভোরে উঠে আসেন দ্বিতীয় অবস্থানে। ১৯ নভেম্বর পর্যন্ত ভোট চলবে।
শুধু ‘পিপলস চয়েস’ নয় ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’, ‘মিস কনজেনিয়ালিটি’, ‘বেস্ট ইভনিং গাউন’ এবং ‘বেস্ট স্কিন’ সবকটি বিভাগেই শীর্ষে বা কাছাকাছি অবস্থান করছেন মিথিলা।
ফুকেটের ইভেন্ট শেষে এখন পাতায়ায় আছেন তিনি। বুধবার সকালে প্রথম আলোর সঙ্গে কথা বলে মিথিলা বলেন, “ভোটে তৃতীয় হওয়ার খবরটা প্রথমে বিশ্বাসই করতে পারিনি। শরীর কাঁপছিল, চোখে পানি এসে গিয়েছিল। দেশের মানুষ আর সহকর্মীদের সমর্থন দেখে আমি সত্যিই আপ্লুত।”
তিনি জানান, চূড়ান্ত ফল নির্ভর করবে ভোট ও বিচারকদের সিদ্ধান্ত দুইয়ের ওপর। “এখন পর্যন্ত সব ইভেন্টে আমি ভালো করেছি বলে সবার প্রতিক্রিয়া বুঝতে পারছি। দেশের মানুষ যদি পাশে থাকে, আমরাই ইতিহাস গড়ব,” বলেন মিথিলা।
‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টে জানিয়েছে, দ্বিতীয় স্থানে যেতে আরও প্রায় ২৫ হাজার ভোট দরকার ছিল এবং তারা আশাবাদী ছিলেন যে তা রাতেই পূরণ হবে।
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুটজয়ী এই মডেল ও অভিনেত্রী ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান। এর আগে ২০২০ সালেও তিনি জাতীয় পর্যায়ে এই খেতাব জিতেছিলেন, তবে কোভিড-১৯ এর কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি।