ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম-এর জন্মদিন আজ (১০ নভেম্বর)। প্রতি বছরই বিশেষ এই দিনটি তিনি পরিবারের সাথে উদযাপন করে থাকেন। তবে জন্মদিনের ঠিক আগের দিন নিজেকে ভিন্ন রূপে, ভিন্ন আবহে ধরা দিলেন মিম। এই অভিনেত্রীর আরও একটি পরিচয় রয়েছে, তিনি ‘ভ্রমণকন্যা’ হিসেবে পরিচিত; কারণ অভিনয় ও মডেলিংয়ের ব্যস্ততার বাইরে তিনি দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে ভালোবাসেন।
পারিবারিক আয়োজনে এবারের জন্মদিন উদযাপন করার কথা শোনা গেলেও, জন্মদিনের এমন আবহের মাঝেও তাঁর ঘোরাঘুরি থেমে নেই। গত রোববার (৯ নভেম্বর) মিম তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি প্রকাশ করেন। সেই ছবিগুলোতে দেখা যায়, তিনি কক্সবাজার সমুদ্র সৈকতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন।
যদিও নায়িকা ছবিগুলো তার আগের দিনে তোলা বলে উল্লেখ করেছেন, তবুও জন্মদিনের মাত্র দুদিন আগে কক্সবাজার ভ্রমণে তাঁর উপস্থিতির বিষয়টি ভক্তদের মুগ্ধ করেছে। চিরচেনা গ্ল্যামারাস পরিবেশের বাইরে প্রকৃতির মাঝে মিমের এই উপস্থিতি তাঁর অনুরাগীদের কাছে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে।