অভিনয়শিল্পী হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে এলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের স্ট্রোক ইউনিটে ভর্তি আছেন। এই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী প্রথম আলোকে নিশ্চিত করেছেন, “হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন। তাঁর মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে।” তিনি জানান, বর্তমানে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে এবং এ ধরনের রোগীদের সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়।
অভিনয় ছেড়ে চাকরিতে ফেরার ইঙ্গিত
একসময় দর্শকপ্রিয় নাটকে কাজ করা এই অভিনেতা হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেন। সম্প্রতি হানিয়া আমিরকে নিয়ে মন্তব্য করে আলোচনায় আসার পর তিনি জানান, আর অভিনয়ে ফিরতে চান না, বরং চাকরি করতে চান।
চাকরি প্রসঙ্গে তিনি বলেন, “আমি এখন একটা জব খুঁজছি। জব পেলেই আমি জবে ঢুকে যাব। সেটা যে ক্ষেত্রেই হোক। সেটা সাংবাদিকতা হতে পারে, প্রশাসনিক কাজও হতে পারে। আমি চেষ্টা করছি। হারিয়ে যাব একেবারে।” একসময় সাংবাদিকতা করা হাসান মাসুদ পুরোনো পেশায় ফেরার ইঙ্গিতও দেন।