টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদের শারীরিক অবস্থা ভালো নেই। গত সোমবার রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে প্রথমে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখান থেকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (CMH) স্থানান্তর করা হয়েছে।
একটি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, বর্তমানে অভিনেতার সর্বশেষ শারীরিক অবস্থা। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে আরও এক সপ্তাহের বেশি সময় নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে এবং আপাতত বাসায় ফেরার মতো অবস্থায় নেই হাসান মাসুদ।
অভিনেতার স্ত্রী সানজিদা শিমুল জানিয়েছেন, "অভিনেতার শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। চিকিৎসকেরা জানিয়েছেন, এটি সেই অর্থে স্ট্রোক নয়।"
সানজিদা শিমুল আরও বলেন, "বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেখানে রক্তসহ কিছু ক্ষেত্রে সামান্য জটিলতা রয়েছে। সেসব চিকিৎসাই আপাতত চলবে।"
হাসান মাসুদের স্ত্রী নিশ্চিত করেছেন যে এখনই তাকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। তিনি বলেন, "এখনই বাসায় ফেরা চিকিৎসকেরা চাচ্ছেন না। যেসব সমস্যা দেখা গেছে, সেগুলোর চিকিৎসা চলবে। এই জন্য ৭ থেকে ৮ দিন পুরো পর্যবেক্ষণে থাকতে হবে। তারপর বাসায় ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।"
উল্লেখ্য, একসময় পরপর জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন হাসান মাসুদ। বড় পর্দাতেও কাজ করেছেন তিনি। তবে গত কয়েক বছর ধরে বিনোদন অঙ্গনে তার উপস্থিতি কম ছিল। সম্প্রতি নতুন একটি ধারাবাহিকে তিনি কাজ করছিলেন বলে শোনা যাচ্ছিল।