দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বর্তমানে নিজের জীবনকে পুরোদমে উদযাপন করছেন। কখনো বর সনি পোদ্দারের সঙ্গে, কখনোবা একা হ্রদের ধারে নির্জন রিসোর্টে, সুইমিংপুলে কিংবা পাহাড়ের পাদদেশে সূর্যাস্তের রঙে রাঙা মিমের হাসিমাখা ছবিতে ভরে থাকে তার সামাজিক মাধ্যম। দেশসেরা বিভিন্ন প্রোডাক্টের ব্র্যান্ডিংয়ের ফটোশুট ও রিলস ভিডিও প্রকাশ করেও তিনি জানান দেন যে, দাম্পত্য জীবনও সুখে ভরপুর।
তবে মিমের ফেসবুক পেজে সাড়ে ছয় মিলিয়নেরও বেশি ফলোয়ার থাকলেও, অনুরাগীদের মন ভরছে না। নতুন সিনেমার খবর না আসায় তারা অতৃপ্ত।
২০২২ সালের ঈদুল আজহায় রায়হান রাফী পরিচালিত 'পরাণ' মুক্তি পাওয়ার পর 'অনন্যা' চরিত্রে অভিনয় করে মিম দারুণ প্রশংসিত হয়েছিলেন। এই সিনেমার মাধ্যমেই তিনি নিজের অনবদ্য অভিনয়ের প্রমাণ দেন। 'পরাণ'-এর পর একই নির্মাতার 'দামাল' এবং এরপর দীপংকর দীপনের 'অন্তর্জাল' সিনেমায় দেখা গেলেও, দর্শকরা 'পরাণ'-এর মতো করে মিমকে আর পাননি।
সিনেমা নিয়ে মিমের নীরবতা
'পরাণ'-এর পর সিনেমার খবরে মিম কেন নীরব? এই প্রশ্নের জবাবে নায়িকা মুখ খুলেছেন।মিম বলেন, "আমি ইচ্ছে করলেই পরাণের পর ১০-১৫টা সিনেমা করে ফেলতে পারতাম। সেগুলো ততটা মানের হতো না। ও রকম কাজ আমি করবও না। আমি ভালো কাজের অপেক্ষা করছি। যখন ভালো কিছু হবে, তখন সবাই জানবেন।"
অভিনেত্রী মনে করেন, বছরে ডজনখানেক নিম্নমানের সিনেমা করার চেয়ে কোনো সিনেমা না করাই শ্রেয়। তাঁর ভাষ্য, "কেউ চাইলেই যে আমি সিনেমা করব বিষয়টি কিন্তু এমন না। সিনেমার ক্ষেত্রে তো সবকিছু আমার মনমতো হওয়া লাগবে। তবেই না আমি সিনেমা করব। আমি মনে করি, নিম্নমানের সিনেমার চেয়ে না করা ভালো। দর্শকদের প্রত্যাশা নষ্ট করার কোনো মানে হয় না।"
নতুন কাজের আভাস
জানা গেছে, গেল কয়েক মাসে মিম প্রায় অর্ধ-ডজনের মতো সিনেমার চিত্রনাট্য পড়েছেন এবং এর মধ্যে অধিকাংশ সিনেমার গল্পই তার ভালো লেগেছে। তিনি বেশ কজন নির্মাতার সঙ্গে কথা বলছেন। ব্যাটে-বলে মিলে গেলেই শিগগিরই নতুন কোনো চমকের ঘোষণা আসবে।
বর্তমানে চলচ্চিত্রের পাশাপাশি মিম দেশের সবচেয়ে বেশি প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করছেন। প্রতি মাসেই তাকে নতুন নতুন পণ্যের বিজ্ঞাপনে ব্যস্ত থাকতে হয়। নভেম্বরের শুরুর দিকে মার্জারের নতুন একটি বিজ্ঞাপনের শুট করতে মালদ্বীপে যাওয়ার কথা রয়েছে তার। অভিনেত্রী ফেরার পরই হয়তো নতুন কোনো সিনেমার খবর আসতে পারে। সেজন্য অনুরাগীদের আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে।