শোবিজের জনপ্রিয় মুখ ডা. এজাজুল ইসলাম (ডা. এজাজ) বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছেন। সম্প্রতি 'খাঁটি-ঘি' নামে একটি অনলাইন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে যুক্ত থাকার পর ভোক্তা অধিদপ্তরে তলব এবং গ্রাহকদের প্রতারণার অভিযোগে তিনি হতাশ হন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শেষ পর্যন্ত তিনি স্পষ্ট জানিয়ে দেন, জীবনে আর কখনও খাদ্যপণ্যের কোনো বিজ্ঞাপন করবেন না।

একজন ক্ষতিগ্রস্ত ক্রেতা গণমাধ্যমকে জানান, তিনি অনলাইনে নানা বিজ্ঞাপনে ভরসা না পেলেও ডা. এজাজকে ঘিয়ের প্রচার করতে দেখে বিশ্বাস করে পণ্যটি কিনেছিলেন। কিন্তু পরে পণ্যের মান নিম্নমানের হওয়ায় তিনি প্রতারিত হন। এমন অভিযোগ দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে ভোক্তা অধিদপ্তর ডা. এজাজকে ডেকে পাঠায়। তিনি জানান, প্রতিষ্ঠানের একজন পরিচালক তাঁকে পণ্যের গায়ে বিএসটিআই লোগো দেখিয়েছিলেন, তাই তিনি ধরে নিয়েছিলেন, পণ্যটি পরীক্ষিত ও মানসম্মত।

ডা. এজাজ ভোক্তা অধিদপ্তরের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং অনুরোধ করেছেন, যদি প্রতিষ্ঠানটি সত্যিই ভেজাল পণ্য দিয়ে থাকে, তবে যেন তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও জানান, অভিযোগ দায়েরের পরও বিজ্ঞাপনটি এখনো সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে। তিনি প্রতিষ্ঠানটিকে বিজ্ঞাপন বন্ধ করতে বললেও তারা শুনছে না, যা তিনি ভোক্তা অধিদপ্তরকে জানিয়েছেন।

সবশেষে নিজের স্থির সিদ্ধান্ত জানিয়ে ডা. এজাজ বলেন, 'এই ঘটনার পর স্থির সিদ্ধান্ত নিয়েছি জীবনে আর কখনই খাদ্যপণ্যের বিজ্ঞাপন করবো না। মানুষের ভরসাকে কেউ যেন আর ব্যবহার করতে না পারে।'