অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রায় এগারো বছর আগে মাশরুর সিদ্দিকী সনেটের সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি টানেন। এই সংসার থেকে তার একটি কন্যাসন্তান রয়েছে। বিবাহবিচ্ছেদের পর বিয়ে সংক্রান্ত নানা প্রশ্ন তাকে বারবার জর্জরিত করলেও, তিনি আর নতুন করে কারো সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হননি। তবে এর মাঝে তিনি একবার প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বলে জানা যায়।

প্রায় চার বছর ধরে চলা সেই সম্পর্কটি গত বছরের শুরুর দিকে ভেঙে যায় বলে বাঁধন নিজেই জানিয়েছেন। সম্পর্ক ভাঙার পর তিনি মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। প্রেমের এই বিচ্ছেদের সঙ্গে সে বছর জুলাই মাসের গণ-অভ্যুত্থানের ফলে দেশের সার্বিক পরিস্থিতি সব মিলিয়ে বাঁধন মানসিকভাবে হতাশ হয়ে পড়েন। সেই কঠিন সময়ের কথা স্মরণ করে অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানের পর এবং দেশের সার্বিক পরিস্থিতি ও আমার ব্রেকআপ সব মিলিয়ে অন্য রকম একটা জীবন ছিল।"

এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠে বর্তমানে অভিনেত্রী ফের প্রেমে মজেছেন। অর্থাৎ, তিনি আবারও একটি প্রেমের সম্পর্কে আছেন এবং খুব শিগগিরই এই বিষয়টি প্রকাশ্যে আনবেন বলেও জানিয়েছেন। প্রথম বিয়ে নিয়ে এক ধরনের মানসিক আঘাত বা 'ট্রমা' কাজ করলেও এখন তিনি জীবনের সুন্দরতম সময় পার করছেন বলে জানান।

বাঁধন বলেন, "আমি এখন জীবনের সবচেয়ে সুন্দর একটা সময় কাটাচ্ছি। কাজ, জীবন ও আমার সন্তান নিয়ে একটা সুন্দর সময় কাটছে। আমার মা-বাবার সঙ্গে সম্পর্ক, আমার ভাইদের সঙ্গে সম্পর্ক সবই অনেক সুন্দর। আমি সেটা খুবই উপভোগ করছি। প্রেম সুন্দর। আমি প্রেমের সম্পর্কে থাকতে চাই। মাত্র তো প্রেমে পড়লাম, এখন এই সম্পর্ককে যত্ন করতে হবে। খুব শিগগির প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনব।"

ব্যক্তিগত জীবনের এই সুন্দর সময়ের পাশাপাশি বাঁধন তার পেশাগত জীবনেও ব্যস্ত। জানা গেছে, তিনি ইতিমধ্যে দুটি নতুন কাজের শুটিং শেষ করেছেন, যা আগামী বছরে মুক্তি পাবে। এছাড়াও, আগামী নির্বাচনের পর তিনি একটি নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলেও খবর পাওয়া গেছে।