'ভুতু' ও 'কৃষ্ণকলি'-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করা অভিনেত্রী আভেরী সিংহ রায় এবার ছোটপর্দায় ফিরছেন। এর পাশাপাশি তিনি 'অলক্ষী ইন গোয়া' ও 'আমার বস'-এর মতো বড়পর্দার ছবিতেও ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন।

নতুন রহস্যময় চরিত্রে আভেরী

জি বাংলার নতুন ধারাবাহিক 'স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম'-এ আভেরীকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। এই ধারাবাহিকে তিনি ঋষি কৌশিক ও রুকমা রায়ের সঙ্গে ইন্সপেক্টর নীলিমা চরিত্রে অভিনয় করবেন। তার চরিত্রটি বেশ রহস্যময়, কারণ তিনি বেশিরভাগ সময় ছদ্মবেশে একজন ফুড ব্লগার হিসেবে তদন্ত চালান। কেন তিনি নিজের পরিচয় গোপন করে আছেন, সেই রহস্যের জট খুলবে ধারাবাহিকের গল্পে।

সম্প্রতি আভেরী তার নতুন লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যেখানে তাকে পুলিশের পোশাক ও সাধারণ পোশাকে দেখা গেছে।

আসছে নতুন সিরিজ 'ভূত তেরিকি'

ছোটপর্দায় ফেরার পাশাপাশি আভেরী খুব শিগগিরই হইচই প্ল্যাটফর্মের নতুন সিরিজ 'ভূত তেরিকি'-তে অভিনয় করেছেন। এটি একটি ভৌতিক কমেডি সিরিজ, যেখানে তিনি ভূতের চরিত্রে অভিনয় করেছেন। সিরিজটি ১২ সেপ্টেম্বর মুক্তি পাবে।