কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে খোলা চুল, কাজল-কালো চোখে তিনি নজর কাড়ছেন। এক নজরে বোঝা যাচ্ছে, অভিনেত্রী অনেক ওজন কমিয়েছেন। ভিডিওতে তিনি নিজের ওজন কমানোর রহস্যও শেয়ার করেছেন।
একজন অনুরাগী মন্তব্য করেছেন, “স্বস্তিকা কত ওজন কমিয়েছেন? কীভাবে এমন পরিবর্তন হলো?” এর জবাবে স্বস্তিকা সুন্দরভাবে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেছেন, “হ্যাঁ, আমি গত ৬ মাসে ওজন কমিয়েছি। প্রতিদিন ৩০-৪৫ মিনিট দ্রুত হাঁটছি। দিনে শুধু একটাই মিল খাই রুটি, ভাত বা পাউরুটি নয়, ভাজাভুজি একেবারেই নেই। মিষ্টি বা চকোলেট বাদ দেওয়া সম্ভব হয়নি, তাই শুধু মেদ বাড়ানোর খাবারগুলোই এড়িয়েছি। সময় লাগে, কিন্তু লেগে থাকতে হবে।”
অভিনয় জীবন শুরু করেছিলেন টেলিভিশন ধারাবাহিক ‘দেবদাসী’-তে। ২০০৩ সালে ঊর্মী চক্রবর্তী পরিচালিত ‘হেমন্তের পাখি’ চলচ্চিত্রে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। প্রথম প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান রবি কিনাগী পরিচালিত ‘মাস্তান’ চলচ্চিত্রে।