গত বছরের ৬ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘নয়া মানুষ’ দেশীয় দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। এবার এই ছবিটি জায়গা করে নিয়েছে কানাডার টরন্টোতে আয়োজিত ৮ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এ। এই আন্তর্জাতিক স্বীকৃতি পরিচালক সোহেল রানা বয়াতি এবং পুরো টিমের জন্য এক গর্বের বিষয়।

প্রদর্শনী এবং উৎসবের বিস্তারিত

৫ দিনব্যাপী এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ২৪ থেকে ২৮ আগস্ট ২০২৫ পর্যন্ত চলবে। উৎসবে ২৮টি দেশের মোট ৪৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে 'নয়া মানুষ' দেখানো হবে ২৫ আগস্ট স্থানীয় সময় রাত ৮টায়।

পরিচালক সোহেল রানা বয়াতি এই উৎসবে অংশগ্রহণের বিষয়ে বলেন, “'নয়া মানুষ' চলচ্চিত্রে বাংলাদেশের মানুষের ভেতরের মানবিকতা তুলে ধরা হয়েছে। আমি দেখানোর চেষ্টা করেছি, প্রান্তিক মানুষেরা মানবতাবাদের কতটা উচ্চস্থানে অবস্থান করে।” তিনি আরও বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে চলচ্চিত্রটি প্রদর্শিত হওয়া আমাদের জন্য আনন্দের। আমি বিশ্বাস করি, এমন ছবি ধীরে ধীরে দেশ-বিদেশের মানুষের মনে জায়গা করে নেবে।”

চলচ্চিত্রের পেছনের গল্প

আ. মা. ম. হাসানুজ্জামান-এর উপন্যাস ‘বেদনার বালুচরে’ অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবিটি। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় নাট্যকার মাসুম রেজা। ছবিতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিষ খন্দকার, ঝুনা চৌধুরী, বদরুদ্দোজা এবং মাহিন রহমানের মতো জনপ্রিয় তারকারা।