এ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী জোভান ও কেয়া পায়েল আবারও জুটি বেঁধেছেন নতুন নাটক ‘কোটিপতি’-তে। সম্প্রতি সিএমএসভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটি ইতিমধ্যেই দর্শকের আগ্রহ তৈরি করেছে। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, আর নির্মাণে ছিলেন এস আর মজুমদার। বাস্তব জীবনের অনুভূতি আর সহজ-সরল গল্পের ভেতর দিয়েই এগিয়ে চলে নাটকটি।
সহ-অভিনয় নিয়ে কেয়া পায়েল বলেন, জোভানের সঙ্গে এর আগেও তিনি বহু নাটকে কাজ করেছেন। ‘সুইটহার্ট’, ‘শ্বশুরবাড়ি’, ‘তেলবাজ’, ‘টিকটকার বউ’, ‘নকলবাজ’, ‘প্রথম প্রেম’, ‘স্যারের বিয়ে’, ‘ইতির ঈদি’, ‘পসেসিভ ওয়াইফ’ এই নাটকগুলো বিশেষভাবে দর্শকের ভালোবাসা পেয়েছে। তাঁর ভাষায়, এস আর মজুমদারের এই নাটকের গল্পই এর সবচেয়ে বড় শক্তি। পুরো ইউনিট আন্তরিকভাবে কাজ করেছে, তাই দর্শকের ভালো লাগবে বলেই তাঁর বিশ্বাস।
নাটকটি নিয়ে আশাবাদী নির্মাতা এস আর মজুমদারও। তিনি জানান, এর আগে জোভান ও কেয়া পায়েলকে নিয়ে তিনি আটটি নাটক নির্মাণ করেছেন, তবে দুজনকে একসঙ্গে নিয়ে কাজ করা হয়েছে খুব কম। ‘মামা ভাগ্নে চারশ বিশ’-এর পর ‘কোটিপতি’ তাদের নিয়ে তাঁর দ্বিতীয় যৌথ কাজ। গল্পে জোভান অভিনয় করেছেন এক মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে, যে হঠাৎ কোটিপতি হয়ে যায়। কিন্তু সে এই সত্য পরিবারকে জানাতে চায় না। তার বিশ্বাস, সত্য প্রকাশ পেলে মধ্যবিত্ত জীবনের যে আনন্দ ও স্বাভাবিকতা, তা হারিয়ে যাবে। এই ভাবনা থেকেই নাটকের গল্প ধীরে ধীরে এগিয়ে যায়।
গল্পের গভীরতা, অভিনয়ের সাবলীলতা আর বাস্তব জীবনের আবেগ মিলিয়ে ‘কোটিপতি’ দর্শকের মনে দাগ কাটবে এমন প্রত্যাশাই নির্মাতা ও অভিনয়শিল্পীদের।