পরিবারকেন্দ্রিক ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ সম্প্রচারের শুরু থেকেই দর্শকপ্রিয়তায় এগিয়ে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা, যেখানে অনেকেই জানিয়েছেন যে দীর্ঘদিন পর পরিবার নিয়ে একসাথে বসে দেখার মতো একটি নাটক পেয়েছেন।

গত ৫ নভেম্বর থেকে চ্যানেল আই এবং ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’-তে একযোগে প্রচারিত হচ্ছে নাটকটি। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ১৯তম পর্ব মাত্র তিন দিনের মধ্যে ৯৬ লাখের বেশি বার দেখা হয়েছে। প্রথম পর্ব অতিক্রম করেছে ১ কোটি ৩০ লাখ ভিউ। অন্য বেশ কয়েকটি পর্বও এক কোটি কিংবা ৮০ লাখের বেশি ভিউ পেয়েছে।

নাটকটি প্রচার হচ্ছে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ে এবং বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। দর্শকদের মত অনুযায়ী, গল্পের পরিবারকেন্দ্রিক টানাপোড়েন, সম্পর্কের জটিলতা এবং পরিচিত চরিত্রগুলোর সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বলেই নাটকটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

ধারাবাহিকটি পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। মোট ৫২ পর্বে শেষ হবে নাটকটির সম্প্রচার, যা এপ্রিল পর্যন্ত চলবে। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ্ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু ও নাদের চৌধুরীসহ আরও অনেকে।

নির্মাতার মতে, পারিবারিক গল্পের প্রতি দর্শকের আলাদা টান কাজ করে। বাস্তবধর্মী গল্প, সংযত আবেগ আর চেনা চরিত্রের কারণেই দর্শকেরা নাটকটির সঙ্গে নিজেদের মিল খুঁজে পাচ্ছেন। খায়রুল বাসার ও সুনেরাহ্ বিনতে কামালও মনে করেন, দর্শক নাটকের সম্পর্ক ও সংকটকে নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে পারছেন বলে সাড়া মিলছে।

ধারাবাহিকটির কনসেপ্ট পাকিস্তানি নাটক ‘কভি মে কভি তুম’ থেকে অনুপ্রাণিত কি না, এমন প্রশ্নে পরিচালক জানান, গল্পটি অনুপ্রাণিত হলেও কপি নয়। তিনি বলেন, মূল চ্যালেঞ্জ ছিল ধারণাটিকে সম্পূর্ণভাবে বাংলাদেশের সংস্কৃতি ও পারিবারিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া, যাতে দর্শকের কাছে এটি একেবারেই নিজের গল্প মনে হয়।