দীর্ঘদিনের বন্ধুত্ব, কিন্তু ব্যস্ততার টানে দেখা, সাক্ষাৎ খুব একটা হয় না। তাই হঠাৎ বুধবার যখন তৌসিফ মাহবুব আর নাজিফা তুষির দেখা হয়ে গেল, আড্ডা জমতে দেরি লাগেনি। সেই স্বস্তির মুহূর্তটাই ধরা পড়ে এক ফ্রেমে। তৌসিফ ছবিটা ফেসবুকে দিলে ভক্তদের মনে দৌড়ঝাঁপ, এবার কি দুজনকে একসঙ্গে কাজে দেখা যাবে? কেউ ভাবছেন, তুষি কি আবার নাটকে ফিরছেন? আবার কেউ জানতে চাইছেন, তৌসিফ কি এবার সিনেমায় পা রাখতে চলেছেন?
প্রশ্ন শুনে তৌসিফ প্রথমেই রহস্যময় হাসি দেন। বলেন, একসঙ্গে ছবি মানেই কারণ আছে, কিন্তু এখনই কিছু বলার সময় নয়। রহস্য থাকুক। তবে খুব বেশি সময় সেই ধোঁয়াশা টিকল না। তিনি জানালেন, তুষির সঙ্গে তাঁর বন্ধুত্ব অনেক দিনের, কিন্তু দুইজনই ব্যস্ত বলে দেখা, সাক্ষাৎ কম হয়। কোনও কাজ নয়, কেবলই দেখা আর গল্প, এতেই কাটল সময়।
সিনেমায় নাম লেখানো নিয়ে প্রশ্নে তৌসিফ বললেন, দেরি করতে চান না। তুষিকে কথা দিয়েছেন, শিগগিরই সিনেমায় থাকবেন।
ভালোবাসা দিবসে প্রচারিত ‘অ্যাট এইটিন অলটাইম দৌড়’ নাটক দিয়ে তৌসিফ প্রথম আলোচনায় আসেন। আর তুষি ‘আইসক্রিম’ দিয়ে শুরু করলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন ‘হাওয়া’ সিনেমার পর।