চলতি মাসের শুরুর দিকে হলিউডে গুঞ্জন উঠেছিল যে টম ক্রুজ ও আনা ডে আরমাস মহাকাশে বিয়ে করার পরিকল্পনা করছেন। কিন্তু সেই গুঞ্জনের মাত্র এক মাসও পার হতে না হতেই এলো বিচ্ছেদের খবর। নয় মাসের সম্পর্কের পর তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।
দ্য সানের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “টম ও আনা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন, তবে এখন তাদের সম্পর্ক শেষ। তারা আর প্রেমিক-প্রেমিকা নন, তবে ভালো বন্ধু হিসেবেই থাকতে চান। তারা বুঝতে পেরেছেন সম্পর্কটা দীর্ঘস্থায়ী হওয়ার নয়।” সূত্রটি আরও জানিয়েছে যে, “আগের মতো উন্মাদনা এখন আর নেই, তবে তারা একে অপরের সঙ্গ এখনও উপভোগ করছেন।”
বিচ্ছেদের খবরটি এমন সময় এসেছে যখন তারা একসঙ্গে একটি থ্রিলার ছবি ‘ডিপার’-এ কাজ করার পরিকল্পনা করছিলেন। কিছু প্রতিবেদনে বলা হয়েছিল যে ব্যক্তিগত কারণে ছবিটি স্থগিত হতে পারে, কিন্তু সূত্র স্পষ্ট করেছে, “আনাকে ইতিমধ্যেই তার পরের ছবিতে কাস্ট করা হয়েছে, তাই তারা কাজ চালিয়ে যাবেন।”
টম ও আনার সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে ভারমন্টে হাত ধরে ঘোরার সময়। এ ছাড়াও তারা মাদ্রিদ ও লন্ডনে রোমান্টিক ছুটি কাটিয়েছিলেন। হেলিকপ্টার রাইডের সময় তাদের রোমান্সও অনেকের নজর কেড়েছিল।
এর আগে আনা ডে আরমাস ২০২০-২০২১ সালে বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্কের ভাঙার পর পল বুকেডাকিসের সঙ্গে তার প্রেম হয়েছিল, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। অন্যদিকে টম ক্রুজ, ২০১২ সালে কেটি হোমসের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে কোনো সম্পর্কেই স্থির হননি ‘মিশন: ইমপসিবল’ তারকা।