বিশ্বসংগীতের ‘পপ কুইন’ তিনি। মঞ্চে উঠলে যেমন ভক্তদের হৃদয়ে ঝড় তোলেন, তেমনি বিপদে-আপদে অকাতরে বিলিয়ে দেন নিজের সম্পদ। তিনি আর কেউ নন,Taylor Swift। আবারও মানবিকতার এক অনন্য নজির গড়লেন এই গায়িকা। অলাভজনক সংস্থা Feeding America-কে ১০ লাখ ডলার বা প্রায় ১১ কোটি টাকা অনুদান দিলেন তিনি।

সামনেই বড়দিন আর উৎসবের মৌসুম। এই আনন্দ যেন সবার ঘরে পৌঁছায়, বিশেষ করে যাদের ঘরে দুবেলা খাবার জোটে না, তাদের পাশে দাঁড়াতেই সুইফটের এই বিশাল উদ্যোগ। ‘ফিডিং আমেরিকা’-র সিইও Claire Babineaux-Fontenot কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “টেইলরের এই সমর্থন আমাদের মনে করিয়ে দেয় যে, সবাই মিলে চাইলে ক্ষুধা দূর করা সম্ভব। এখন অনেক পরিবার উৎসবের সময় অন্তত পেট ভরে খেতে পারবে।”

সুইফটের জন্য এটি নতুন কিছু নয়। গত অক্টোবর মাসেই হারিকেন হেলেন ও মিল্টনে ক্ষতিগ্রস্তদের জন্য তিনি দিয়েছিলেন প্রায় ৫০ লাখ ডলার! এছাড়া টেনেসির ঝড় কিংবা সুপার বোল প্যারেডে নিহত ভক্তের পরিবারের পাশে দাঁড়াতেও তিনি কখনো কার্পণ্য করেননি।

কথায় আছে, “যেমন গুরু তেমন শিষ্য”। সুইফটের ভক্তরা, যারা নিজেদের ‘সুইফটিজ’ (Swifties) বলে পরিচয় দেন, তারাও নেমে পড়েছেন তহবিল সংগ্রহে। ‘সুইফটিজ ফর হোপ’ ক্যাম্পেইনের মাধ্যমে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট ছোট অংকের টাকা জমিয়ে বড় তহবিল তৈরি করছেন। ভক্তদের এমন মানবিকতা এখন নেটপাড়ায় আলোচনার তুঙ্গে।

শুধু দানই নয়, ভক্তদের বিনোদনের খোরাক দিতেও ভুলছেন না তিনি। গতকালই ওটিটি প্ল্যাটফর্ম Disney+-এ মুক্তি পেয়েছে তাঁর বহুল আলোচিত ইরাস ট্যুর নিয়ে নির্মিত তথ্যচিত্র The End of an Era-র শেষ দুটি পর্ব।