গত বছরের শুরু থেকেই অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ও দক্ষিণী তারকা ধানুশের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল। মাঝামাঝি সময়ে সেই গুঞ্জন আরও জোরালো হলেও গত আগস্টে ম্রুণাল স্পষ্ট করে জানিয়েছিলেন, ধানুশ তাঁর কাছে ‘শুধুই একজন ভালো বন্ধু’। 

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী,এই দুই তারকা আগামী ১৪ ফেব্রুয়ারি গোপনে বিয়ে করতে চলেছেন। ভারতীয় গণমাধ্যমের দাবি, অনুষ্ঠানটি হবে সীমিত অতিথির মাঝে কেবল ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে। তবে ম্রুণাল বা ধানুশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

ব্যক্তিগত জীবন সবসময়ই লাইমলাইট থেকে দূরে রাখার চেষ্টা করেছেন তারা। তবু সম্পর্কের খবর বারবার শিরোনামে এসেছে। বিশেষ করে গত আগস্টে ‘সন অব সরদার ২’এর বিশেষ প্রদর্শনীতে ধানুশের উপস্থিতি নতুন করে আলোচনা সৃষ্টি করেছিল। সেখানে এক ভিডিও ভাইরাল হয়, যেখানে দুজনকে হাতে হাত রেখে এবং কানে কানে কথা বলতে দেখা যায়।

ধানুশের দুই বোন কার্তিকা ও বিমলাকে ম্রুণালের ইনস্টাগ্রামে ফলো করা এবং তাঁদের কাছ থেকে ফলোব্যাক পাওয়ার বিষয়টিও অনুরাগীদের নজর এড়ায়নি। গণমাধ্যমের এর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, “তারা সত্যিই ডেট করছেন। সম্পর্ক এখনও নতুন, তাই প্রকাশ্যে আনতে চাইছেন না।”

উল্লেখযোগ্য, ধানুশ এর আগে সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়া রজনীকান্তকে বিয়ে করেছিলেন। ২০২২ সালে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ২০২৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনে তাঁদের দুই সন্তান রয়েছে।