আগামী পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ফারিণ। তাঁর কথায়, ‘প্রিন্স’ দিয়ে শাকিব খানের সঙ্গে কাজ করার স্বপ্ন পূরণ হচ্ছে। ইতিমধ্যে ছবির শুটিং শুরু হয়েছে এবং শুটিংয়ের প্রয়োজনে শিগগিরই শ্রীলঙ্কা যাওয়ার কথা রয়েছে তাঁর।

এদিকে সিনেমার বাইরে ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে মায়ের শাড়ি পরে উপস্থিত হন তাসনিয়া ফারিণ। সেই মুহূর্তের ছবি ও শাড়ি ঘিরে নিজের অনুভূতির কথা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

ফেসবুক পোস্টে ফারিণ লেখেন, প্রত্যেকটা মেয়ের শাড়ির প্রতি ভালোবাসা জন্মায় মাকে দেখে। ছোটবেলা থেকে মায়ের আলমারি ভর্তি শাড়ি দেখেই বড় হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। ভাবতেন, কবে বড় হয়ে শাড়ি পরে বিয়ে বাড়িতে যাবেন।

পোস্টে তিনি আরও জানান, এখনো মা নতুন শাড়ি কিনলে আগে তিনি নিজেই পরে দেখেন। এমনকি কিছু শাড়ি আছে, যেগুলো তাঁর মা কখনো পরেননি, আগেই তিনি নিজের করে নিয়েছেন। ফারিণের মতে, পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি হলো মায়ের শাড়িগুলোই।

পোস্টের শেষ অংশে মায়ের প্রতি গভীর ভালোবাসা আর নিঃশব্দ ত্যাগের কথাও তুলে ধরেন তিনি। ফারিণ লেখেন, তাঁর মনে হয়, মা ইচ্ছা করেই কিছু শাড়ি মেয়ের জন্য তুলে রাখেন। কারণ, মায়েরা এমনই।

ফারিণের এই আবেগী পোস্টে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি শোবিজের সহকর্মীরাও সাড়া দিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, মায়ের শাড়ি শুধু একটি পোশাক নয়, এটি ভালোবাসা, স্মৃতি আর আবেগের প্রতীক।