বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের দ্বাদশ আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান গত ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এই বিশেষ আয়োজনে মঞ্চে পারফর্ম করেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অনুষ্ঠান শেষে রোববার রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর সেই বিশেষ লুকের একগুচ্ছ ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
ছবিগুলোতে তানজিন তিশাকে রুপালি চুমকি বসানো গ্লিটারি টপস এবং নিয়ন রঙের কার্গো স্টাইলের প্যান্টে দেখা গেছে, যার সাথে ছিল পাথরের ভারী গয়না ও চোখের কোণে স্টোনের কারুকাজ। তবে এই লুকটি নেটিজেনদের বড় একটি অংশের পছন্দ হয়নি। অনেকেই তাঁর পোশাকের অতিরিক্ত চাকচিক্য ও পোজ দেওয়ার ধরন নিয়ে কটাক্ষ করেছেন। কেউ কেউ তাঁকে বিপিএলের ট্রফির সাথে তুলনা করেছেন আবার কেউ তাঁর ফ্যাশন সেন্স নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।
ফ্যাশন নিয়ে বিতর্কের পাশাপাশি তিশাকে নিয়ে একটি গুঞ্জনও শোনা যাচ্ছে যে, উদ্বোধনী অনুষ্ঠানের দিন শুরুতে তাঁকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। যদিও এই বিষয়ে অভিনেত্রী নিজে কোনো মন্তব্য করেননি। তবে অনেক ভক্ত আবার তাঁর নৃত্য পরিবেশনার প্রশংসা করেছেন এবং বিপিএলের মঞ্চে দর্শকদের বিনোদন দেওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন।