বিয়ের এক বছরও গড়ায়নি, অথচ স্বামী-স্ত্রীর জীবন কাটছে দুই দেশে। অভিনেত্রী তানজিকা আমিন থাকছেন ঢাকায়, আর তাঁর স্বামী সাইফ বাসুনিয়া বসবাস করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। এই দীর্ঘ দূরত্বের সম্পর্ক কীভাবে সামলাচ্ছেন সেই গল্পই উঠে এসেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির নিয়মিত অনুষ্ঠান ‘স্টার লাউঞ্জ’-এ।
অনুষ্ঠানে অতিথি হয়ে তানজিকা খোলামেলা কথা বলেছেন লং ডিস্ট্যান্স রিলেশনের বাস্তবতা নিয়ে। স্বামীর সঙ্গে দূরত্ব, যোগাযোগের ধরন, মান-অভিমান কিংবা ঝগড়া সব বিষয়েই অকপট ছিলেন তিনি। পাশাপাশি সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাস কতটা জরুরি, সেটিও তুলে ধরেন অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনের আলোচনায় উঠে আসে তাঁর অতীত সম্পর্কের কথাও। প্রাক্তন স্বামীর সঙ্গে হঠাৎ দেখা হলে তিনি কীভাবে পরিস্থিতি সামলান সে বিষয়েও স্পষ্ট অবস্থান জানান তানজিকা। অতীত আর বর্তমান এই দুই অধ্যায়কে কীভাবে আলাদা করে দেখেন, সেটাও উঠে আসে কথোপকথনে।
ক্যারিয়ার নিয়েও কথা বলেছেন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর ওটিটি কনটেন্ট ‘ড্রিমলাইট’ ও ‘অমিমাংসিত’ নিয়ে অভিজ্ঞতা, পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও শেয়ার করেন এই অভিনেত্রী।
অনুষ্ঠানটির পরিকল্পনা ও গ্রন্থনায় ছিলেন অপূর্ণ রুবেল। উপস্থাপনায় রুহানি সালসাবিল লাবণ্য এবং প্রযোজনার দায়িত্বে জয় জুয়েল। ‘স্টার লাউঞ্জ’ প্রচারিত হবে ২৬ ডিসেম্বর, শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে। পরে অনুষ্ঠানটি দেশ টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।