বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম তানিয়া বৃষ্টি। নিয়মিতই ইউটিউবে তার অভিনীত নতুন নতুন নাটক প্রকাশিত হচ্ছে, আর সেগুলো দ্রুতই দর্শকের মনোযোগ কাড়ছে। স্বল্প সময়ের ব্যবধানে একাধিক নাটক মুক্তি পাওয়ায় তিনি এখন দর্শকমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এই ব্যস্ততার ধারাবাহিকতায় আবারও নতুন ধারাবাহিক নাটকে কাজ শুরু করেছেন তিনি। সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় নির্মিত হচ্ছে ধারাবাহিক ‘মায়ার বাঁধন’, যেখানে তানিয়া অভিনয় করছেন ‘মায়া’ চরিত্রে। চরিত্রটিতে তাকে দেখা যাবে বিয়ের দৃশ্যে কনে রূপে।
সম্প্রতি নাটকটির শুটিং চলাকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তানিয়া বৃষ্টি। নাটকের গল্প নিয়ে তিনি বলেন,
“নাটকে আমার বিয়ে হচ্ছে, নাম ‘মায়ার বাঁধন’। অনেক বছর পর ধারাবাহিক নাটকে কাজ করছি। গল্পটা খুব সুন্দর, পারিবারিক আবহের। গল্পটা পড়েই আমার ভালো লেগেছে।”
এর আগে একাধিক নাটকে বিয়ের দৃশ্যে কনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেই অভিজ্ঞতা প্রসঙ্গে তানিয়া বলেন,
“আমার অন-স্ক্রিন অনেকবার বিয়ে হয়েছে। তবে প্রতিটি চরিত্র আলাদা, প্রতিটি গল্পের আবেগ আলাদা। তাই কাজের জায়গাটা সবসময় নতুন মনে হয়।”
শুধু তাই নয়, কথোপকথনের একপর্যায়ে বিয়ের আগের দিনের অনুভূতি নিয়েও মন্তব্য করেন তিনি।
“বিয়ের আগের দিনের অনুভূতি যদি ভালোবাসার মানুষের সাথে হয়, তাহলে সেটা দারুণ হয়। তবে ভালোবাসা না থাকলেও অ্যারেঞ্জ ম্যারেজেরও আলাদা আবেগ থাকে। এই নাটকের গল্পে আমার বিয়েটা মূলত অ্যারেঞ্জ। ‘মায়া’ চরিত্রটা একদিকে নার্ভাস, অন্যদিকে খুবই এক্সাইটেড—কারণ সে নতুন একটা পরিবার পেতে যাচ্ছে।”
কেন নার্ভাস হয়, সেই কারণও ব্যাখ্যা করেছেন তানিয়া।
“নিজের পরিবার ছেড়ে নতুন পরিবারের সাথে মানিয়ে নেওয়ার বিষয়টা সবসময়ই চ্যালেঞ্জিং। সামনে কী হবে, কীভাবে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে—এই অনিশ্চয়তার কারণেই চরিত্রের ভেতরে নার্ভাসনেস আছে।”