আজ, ১৩ আগস্ট, বাংলাদেশের চলচ্চিত্র জগতের দুই কিংবদন্তি নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক মিশুক মুনিরের ১৪তম মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের এই দিনে মানিকগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা প্রাণ হারান। তাদের অকাল প্রয়াণ দেশের চলচ্চিত্র শিল্পে এক অপূরণীয় ক্ষতি।
তারেক মাসুদ: চলচ্চিত্রের ফেরিওয়ালা
তারেক মাসুদ ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা, যিনি তার কাজ দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য সম্মান এনে দিয়েছেন। তিনি তার নির্মিত চলচ্চিত্রগুলোর মাধ্যমে মানুষের মধ্যে আলো ছড়ানোর চেষ্টা করেছেন। তারেক মাসুদের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’, ‘মুক্তির গান’, ‘মুক্তির কথা’ এবং ‘নরসুন্দর’। এছাড়াও তার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটির ময়না’, ‘অন্তর্যাত্রা’ এবং ‘রানওয়ে’ বাংলা সিনেমার ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে।
মিশুক মুনির: আন্তর্জাতিক মানের চিত্রগ্রাহক
শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে আশফাক মিশুক মুনির ছিলেন একজন প্রখ্যাত চিত্রগ্রাহক। তিনি 'মিশুক মুনির' নামেই বেশি পরিচিত ছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে যেসব বাংলাদেশি চিত্রগ্রাহক খ্যাতি অর্জন করেছেন, তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে বিবিসির ভিডিও গ্রাহক হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি এটিএন নিউজের নির্বাহী পরিচালক ছিলেন। তারেক মাসুদের ‘রানওয়ে’ সিনেমার প্রধান চিত্রগ্রাহক হিসেবেও তিনি কাজ করেন।
মানিকগঞ্জে তারেক মাসুদের ‘কাগজের ফুল’ সিনেমার লোকেশন দেখতে গিয়ে ফেরার পথে এই দুই গুণী শিল্পী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তাদের চলে যাওয়ার ১৪ বছর পরও তারা তাদের কাজ দিয়ে আমাদের মাঝে বেঁচে আছেন।