আজ, ৮ ডিসেম্বর,বাংলাদেশের বিনোদন জগতে যেন একটা 'ভাইব' ফ্লো করছে! কারণটা আর কিছুই না, আজ আমাদের সবার প্রিয় 'বস' (ফ্যানদের দেওয়া নাম!) আফরান নিশোর জন্মদিন! টেলিভিশনের পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ, আর এখন তো সিনেমাতেও 'সুড়ঙ্গ' কেটেছেন! দেখতে দেখতে আজ ৪৬-এ পা দিলেন এই ড্যাশিং অভিনেতা। কিন্তু তার এনার্জি, স্টাইল আর চরিত্রের বৈচিত্র্য দেখলে কি মনে হয়! তাই তার জন্মদিনে,
১. 'ভাইজান' স্টাইল: যার লুক-ই একটা স্টেটমেন্ট! নিশো মানেই শুধু অভিনয় নয়, একটা সিগনেচার স্টাইল! লম্বা চুল হোক, স্টাইলিশ পাঞ্জাবি, কিংবা সদ্য প্রকাশিত ছবি 'দাগী'-র সেই গ্যাংস্টার লুক,প্রতিটি লুকে তিনি 'আগুন'। এমনকি, গত বছর জন্মদিনে তিনি তার নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন কয়েদির বেশে এসে! এই সারপ্রাইজ দেওয়ার 'ভাইব' কি অন্য কারও আছে?
২. 'কন্ট্রোলার'-এর ইমোশন: এক চরিত্রে হাজারো রিয়্যাকশন! 'কন্ট্রোলার'-এর মতো সিরিয়াস চরিত্র থেকে শুরু করে 'বিকেল বেলার পাখি'-র মতো আবেগঘন নাটক,নিশো যেন অভিনয়ের 'ভার্সেটাইল কিং'! ফ্যানেরা আজও তার প্রতিটি এক্সপ্রেশনে খুঁজে পান এক নতুন গল্প।
৩. গান, কবিতা আর সিনেমা: মাল্টিট্যালেন্টেড স্টার! নিশো শুধু অভিনয় করেন না, গানও করেন! তার প্রথম সিনেমা 'সুড়ঙ্গ'-এ তিনি নিজেই গান গেয়েছেন। এর আগে বহু নাটকে তার লেখা গল্প দেখেছে দর্শক। এক কথায়, তিনি একাই যেন 'এন্টারটেইনমেন্ট প্যাকেজ'।
৪. 'মেহজাবীন-নিশো' ম্যাজিক: যেই জুটি দেখলেই মন ভরে যায়! মেহজাবীন চৌধুরীর সাথে তার জুটি মানেই হিট! রোমান্স, সাসপেন্স, কমেডি,যে কোনো জঁনরায় এই জুটির কেমিস্ট্রি সব সময় থাকে একদম 'নেক্সট লেভেল'! ফ্যানেরা সবসময় অপেক্ষায় থাকে তাদের নতুন কাজের জন্য।
৫. ফ্যান-ফেভারিট: 'বস' কেন তিনি? আফরান নিশো শুধু একজন তারকা নন, তিনি ফ্যানদের কাছে অনুপ্রেরণা। নিজের কাজ নিয়ে সবসময় সোজাসাপটা কথা বলেন, যা তাকে করে তুলেছে আরও বেশি 'রিলেটেবল'। তার কঠোর পরিশ্রম আর ভিন্ন কিছু করার চেষ্টা,এই কারণেই ফ্যানেরা তাকে ভালোবেসে 'বস' বলে ডাকে।