এখানেই আসল ব্যাপারটা। সুনীল গ্রোভার এখন শুধু কৌতুক করছেন না, তিনি প্রতি সপ্তাহে নিজের সীমা ভেঙে ফেলছেন।
কৌতুক অভিনেতা ও অভিনেতা সুনীল গ্রোভার নিয়মিতভাবেই বলিউডের প্রথম সারির তারকাদের অনুকরণ করে দর্শকদের চমকে দিচ্ছেন। একসময় শাহরুখ খানের নিখুঁত মিমিক্রির জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে তার পরিসর অনেক বড় হয়েছে। সালমান খান, গুলজার, এসএস রাজামৌলি। একজন নয়, একের পর এক চরিত্র তার অভিনয়ে জায়গা করে নিয়েছে।
এই সপ্তাহে তিনি হাজির হন আমির খানের রূপে। সাজ, হাঁটাচলা, কথা বলার ভঙ্গি সব মিলিয়ে রূপান্তরটি এতটাই নিখুঁত ছিল যে সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ এক ঝলকে তাকে আসল আমির খান ভেবে বসেন।
কপিল শর্মার সঞ্চালনায় এই সপ্তাহের পর্বে অতিথি ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে। তারা এসেছিলেন তাদের নতুন ছবি ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’-র প্রচারে। সুনীল, আমিরের সাজে মঞ্চে এসে তাদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন। আমির খানের একাধিক বিয়ে নিয়ে রসিকতা করেন, সম্পর্ক নিয়ে ‘পরামর্শ’ দেন, এমনকি সিনেমার নাম নিয়েও খোঁচা দিতে ভোলেননি।
এরপর শুরু হয় ইন্টারনেটের ঝড়। শোর প্রোমো প্রকাশ হতেই মন্তব্যে ভরে যায় সোশ্যাল মিডিয়া। একজন লেখেন, “আবে মুঝে লাগা রিয়েল ওয়ালা আমির আ গায়া।” আরেকজনের কথায়, “আমির খানের চেয়েও বেশি আমির খানের মতো লাগছে।” কেউ কেউ তো মজা করে সুনীলের তুলনা করেছেন এআইয়ের সঙ্গে। একজনের মন্তব্য, “এআই নিজেই সুনীল গ্রোভারের কাছ থেকে প্রম্পট নেয়।”
দীর্ঘ ২০ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে সুনীল গ্রোভার নিজেকে শুধু কৌতুকেই আটকে রাখেননি। টিভি শো, রিয়েলিটি প্রোগ্রাম ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি তিনি ধীরে ধীরে ভিন্নধর্মী চরিত্রে নিজের জায়গা তৈরি করেছেন। ‘জওয়ান’ ছবিতে তার নেতিবাচক চরিত্র কিংবা নেটফ্লিক্সের ‘ডাব্বা কার্টেল’-এ নিষ্ঠুর ড্রাগ লর্ডের অভিনয় তারই প্রমাণ।
বর্তমানে নেটফ্লিক্সে প্রচারিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজনে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। আর প্রতি সপ্তাহে নতুন কোনো রূপে দর্শকদের চমকে দেওয়াই এখন সুনীল গ্রোভারের সবচেয়ে বড় পরিচয়।