বলিউডে দীর্ঘদিন ধরেই ‘মিমিক্রি’ জনপ্রিয় বিনোদন। কিন্তু যখন সেই অনুকরণ চরিত্রের ভেতরে ঢুকে যায়, তখন তা শুধু নকল থাকে না, হয়ে ওঠে অভিনয়। ঠিক এমনই কাজ করে সম্প্রতি আলোচনায় এসেছেন সুনীল গ্রোভার।
নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র এক পর্বে আমির খানকে অনুকরণ করে তাঁর পারফরম্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে ঘুরছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দর্শকের প্রশংসার সঙ্গে যোগ হয়েছে নিজে আমির খানের মন্তব্যও।
এক সাক্ষাৎকারে সুনীলের অভিনয় নিয়ে কথা বলতে গিয়ে আমির বলেন, এটিকে মিমিক্রি বলা যায় না। তাঁর কথা, অভিনয়টি এত নিখুঁত ছিল যে মনে হচ্ছিল নিজের ছবিই দেখছি। তিনি জানান, ছোট একটি অংশ দেখেই এত হাসছিলেন যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তাঁর মতে, এখানে কোনো বিদ্রূপ ছিল না, ছিল একদম খাঁটি আনন্দ।
ওই পর্বে অতিথি ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে। তাঁদের সামনে সুনীল মঞ্চেই তুলে ধরেন আমির খানের কথা বলার ধরন, হাঁটা, পোশাক, দৃষ্টি, এমনকি পাপারাজ্জিদের সঙ্গে আচরণ পর্যন্ত। নিজের চরিত্রের নাম দেন ‘উনিশ-বিশ আমির’, নামের মধ্যেই রসিক ইঙ্গিত। আমিরের ব্যক্তিজীবনের কিছু প্রসঙ্গও তিনি হালকা ঠাট্টার ভঙ্গিতে বলেন, যা দর্শকরা দারুণ উপভোগ করেন।
অনলাইনে এই অভিনয় নিয়ে চলছে প্রশংসার ঢল। কেউ লিখছেন, সুনীল সত্যিই লেজেন্ড। কেউ বলছেন, এটা শুধু নকল নয়, চরিত্রকে বোঝার ফল। অনেকেরই মনে হয়েছে, মুখভঙ্গি থেকে হাসি পর্যন্ত সবকিছু এত বাস্তব যে মাঝে মাঝে বিভ্রান্তি তৈরি হয়, আসল না নকল।
এর আগেও এমন স্বীকৃতি পেয়েছেন সুনীল গ্রোভার। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ঢং ধরে অমিতাভ বচ্চনের অনুকরণ করে পারফর্ম করেছিলেন তিনি। সেই অভিনয় দেখে অমিতাভ নিজেই মুগ্ধ হয়ে মঞ্চে তাঁকে প্রশংসা করেন।
কপিল শর্মার সঞ্চালনায় এই শো শুরু হয় ২০১৪ সালে টেলিভিশনে। পরে ২০২৪ সালে ওটিটিতে আসে এবং নাম হয় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। বর্তমানে এটি নেটফ্লিক্সে প্রতি শনিবার প্রকাশিত হচ্ছে। কপিলের সঙ্গে কিকু শারদা, কৃষ্ণা অভিষেক, নভজোৎ সিং সিধু ও অর্চনা পূরণ সিং নিয়মিত অংশ নিচ্ছেন। জানা যায়, প্রতি পর্বে সুনীল গ্রোভারকে বাংলাদেশি টাকায় ২৫ লাখের বেশি পারিশ্রমিক দেওয়া হয়।
সমালোচকদের মতে, সুনীলের শক্তি হলো কাউকে তিরস্কার না করে পর্যবেক্ষণ থেকে চরিত্রের বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে তোলা। তাই তাঁর মিমিক্রি অপমানজনক লাগে না, বরং সম্মান আর অভিনয়দক্ষতার মিলেই তৈরি হয় আলাদা স্বাদ।