‘আর্চিজ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা সুহানা খানের। প্রথম ছবিতেই তাঁকে ঘিরে শুরু হয় আলোচনা ও কড়া সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তারকাকন্যা হয়েও অভিনয়ে কেন এমন ঘাটতি? তবে সমালোচনার মাঝেও নিজের অবস্থান স্পষ্ট রাখেন সুহানা। বারবারই জানান, অভিনয়ই তাঁর স্বপ্ন এবং এই পথেই তিনি এগোতে চান।

এখন শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এ অভিনয় করছেন সুহানা। কিন্তু এই জায়গায় পৌঁছাতে তাঁর পথ মোটেও মসৃণ ছিল না। একসময় পছন্দের চরিত্র না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতাই নাকি তাঁকে বুঝিয়ে দেয়, অভিনয় তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ।

শৈশব থেকেই স্কুলের নাটকে নিয়মিত অভিনয় করতেন সুহানা। একবার একটি নাটকে বিশেষ একটি চরিত্রে অভিনয়ের প্রবল ইচ্ছা ছিল তাঁর। অডিশন দেন, চেষ্টা করেন বারবার, কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্রটি পাননি। বরং জায়গা হয় কোরাসে। বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। বন্ধ ঘরে ঢুকে দীর্ঘক্ষণ কেঁদেছিলেন।

সেই সময়ের কথা স্মরণ করে সুহানা বলেন, প্রিয় চরিত্রে অভিনয়ের সুযোগ না পেয়ে তিনি ভীষণ হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু সেই কান্নার মধ্যেই তিনি উপলব্ধি করেন, মঞ্চে থাকার উত্তেজনা আর অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা কতটা গভীর। তাঁর ভাষায়, ওই মুহূর্তেই বুঝেছিলেন অভিনয় ছাড়া নিজেকে ভাবতে পারেন না।

অভিনয় নিয়ে তাঁর কৌতূহল, নিষ্ঠা এবং শেখার আগ্রহই তাঁকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে বলে জানান সুহানা।

এদিকে মেয়ের অভিনয় যাত্রায় শুরু থেকেই সবচেয়ে বড় ভরসা হয়ে আছেন শাহরুখ খান। কন্যাকে নিয়মিত উৎসাহ দেওয়ার পাশাপাশি ‘কিং’ সিনেমায় তাঁর চরিত্র ও অ্যাকশন দৃশ্য যেন নিখুঁত হয়, সেদিকেও বিশেষ নজর রাখছেন তিনি। শোনা যাচ্ছে, শুটিং সেটকে প্রায় প্রশিক্ষণকেন্দ্রে পরিণত করেছেন শাহরুখ। নিজ হাতে মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রস্তুতি দিচ্ছেন। আর সুহানা বাবার প্রতিটি নির্দেশ মনোযোগ দিয়ে অনুসরণ করছেন একজন একনিষ্ঠ ছাত্রীর মতোই।