বাংলাদেশের সবচেয়ে আলোচিত তারকা-সন্তানদের তালিকায় অন্যতম আব্রাহাম খান জয় আজ ১০ বছরে পদার্পণ করেছেন। জন্মের পর থেকেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দু কারণ তিনি ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান।

আজ ২৭ সেপ্টেম্বর জয়-এর জন্মদিন উপলক্ষে বাবা-মা দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে ছেলে জয়-এর সঙ্গে সময় কাটানোর একটি ভিডিও পোস্ট করে শাকিব খান লিখেছেন, “শুভ জন্মদিন ছোট্ট রাজকুমার। তুমি একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হয়ে বড় হও এই দোয়া করি। তোমার জীবনে সুখ, শান্তি ও সফলতার সব দরজা যেন খোলা থাকে। মনে রেখো, আমি সবসময় তোমার পাশে আছি। অনেক ভালোবাসা রইলো।”

অন্যদিকে অপু বিশ্বাস জয়কে নিয়ে কেক কাটার ছবি শেয়ার করে লিখেছেন, “শুভ জন্মদিন আমার সোনামণি। তোমার হাসি আর সরলতাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। তোমার সব স্বপ্ন পূরণ হোক। মা তোমাকে আজীবন ভালোবাসবে।”

ভক্ত-অনুরাগীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে জয়কে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন। তার সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন অনেকে।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেওয়া জয়কে জন্মের কয়েক মাস পরেই প্রকাশ্যে আনা হয়। এর আগে ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাস গোপনে বিয়ে করেন, যা ২০১৭ সালের এপ্রিলে অপু বিশ্বাস লাইভ টিভি অনুষ্ঠানে প্রকাশ করেন। সেই ঘটনা ঢালিউডে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। বিয়ের খবর প্রকাশের পরপরই শাকিব-অপুর সম্পর্ক ভেঙে যায় এবং জয় মায়ের কাছে বড় হতে থাকে। তবে বিশেষ উপলক্ষে বাবার সঙ্গেও সময় কাটায় সে।

জয়ের যুক্তরাষ্ট্র সফরের সময় শাকিবের সঙ্গে তার ছবি ও ভিডিও নিয়মিতই ভাইরাল হয়। হাসিখুশি ও চঞ্চল এই স্টার কিডকে ঘিরে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে।

এবারের জন্মদিনও ব্যতিক্রম নয়। বাবা-মায়ের আলাদা আলাদা পোস্টেই ফুটে উঠেছে সন্তানের প্রতি অগাধ ভালোবাসা। বিনোদন জগতের অনেকে ও ভক্তরা শুভকামনায় ভরিয়ে দিয়েছেন জয়কে। সবার একটাই প্রত্যাশা আব্রাহাম খান জয় যেন সুস্থ, সুন্দর ও ইতিবাচক জীবন নিয়ে বড় হয়ে ওঠে।