অবশেষে মুক্তি পেয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস ৫’। নেটফ্লিক্সে ডাফার ব্রাদার্স পরিচালিত এই বহুল প্রতীক্ষিত সিজনের প্রথম পর্ব উঠতেই ভক্তদের উচ্ছ্বাস যেন ছাপিয়ে গেল সবকিছু। অনেকেই এক বসায় পুরোটা দেখে ফেলার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু দর্শকের হঠাৎ ঢেউ সামলাতে না পেরে মুক্তির কয়েক মিনিটের মধ্যেই প্ল্যাটফর্মটি ক্র্যাশ করে।
২৭ নভেম্বর পঞ্চম সিজনের প্রথম চারটি পর্ব মুক্তির পরই এই সমস্যা দেখা দেয়। বিশেষ করে যারা টিভিতে স্ট্রিম করতে গিয়েছিলেন, তারা সবচেয়ে বেশি ভোগেন। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ক্ষোভ ছড়িয়ে যায়।
ডাউনডিটেক্টরের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে প্রায় ১৪ হাজার ব্যবহারকারী নেটফ্লিক্স বিভ্রাটের অভিযোগ করেছেন। ভারতে পিক টাইমে প্রায় ২০০টির মতো অভিযোগ জমা পড়ে।
নেটফ্লিক্স জানিয়েছে, টিভি ডিভাইসে স্ট্রিমিং করার সময় কিছু গ্রাহক সাময়িক সমস্যায় পড়েছিলেন। তবে পাঁচ মিনিটের মধ্যেই সবার জন্য পরিষেবা স্বাভাবিক করা হয়।
এটাই প্রথম নয়। ২০২৪ সালে মাইক টাইসন-জেইক পল বক্সিং ম্যাচ, ‘লাভ ইজ ব্লাইন্ড’-এর লাইভ রিইউনিয়ন এবং ২০২২ সালে ‘স্ট্রেঞ্জার থিংস ৪’-এর শেষ দুই পর্ব মুক্তির সময়ও একই ধরনের বিভ্রাট হয়েছিল।
তিন বছরের বিরতির পর ফিরে আসা এই সিজন আবারও দর্শককে টেনে নিয়েছে ৮০ এর দশকের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের হোকিন্স শহরের অদ্ভুত, অদৃশ্য আতঙ্কে ভরা জগতে।