হলিউড তারকা জো সালদানা এখন আনুষ্ঠানিকভাবে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রী। তাঁর অভিনীত নতুন ছবি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ বিশ্বজুড়ে ১.২৩ বিলিয়ন ডলারের বেশি ব্যবসা করার পর এই অনন্য রেকর্ডটি তৈরি হয়েছে। তিনি একমাত্র অভিনেত্রী হিসেবে বিশ্বের সর্বোচ্চ আয় করা চারটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেগুলোর প্রতিটি ২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। বর্তমানে তাঁর অভিনীত ছবিগুলোর মোট বক্স অফিস আয় ১৫.৪৭ বিলিয়ন ডলার, যা স্কারলেট জোহানসন ও স্যামুয়েল এল. জ্যাকসনের মতো কিংবদন্তি তারকাদেরও ছাড়িয়ে গেছে।
জো সালদানার এই অবিশ্বাস্য সাফল্যের পেছনে রয়েছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের গামোরা, ‘অ্যাভাটার’-এর নেইতিরি এবং ‘স্টার ট্রেক’ সিরিজের নয়োটা উহুরার মতো কালজয়ী সব চরিত্র। এই মাইলফলক ছোঁয়ার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেমস ক্যামেরন, জেজে আব্রামস এবং রুশো ব্রাদার্সের মতো খ্যাতনামা পরিচালকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে জানান যে, এই সাফল্য শুধু তাঁর একার নয়; বরং পরিচালকদের বিশ্বাস এবং দর্শকদের নিঃস্বার্থ ভালোবাসাই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। বিশেষ করে জেমস ক্যামেরন তাঁর ভেতরে এমন সম্ভাবনা দেখেছিলেন যা তিনি নিজেও কখনও ভাবেননি।
বক্স অফিসের রাজত্বের পাশাপাশি ২০২৫ সালটি জো সালদানার অভিনয় জীবনের এক স্বর্ণালী অধ্যায় হয়ে থাকবে। ‘এমিলিয়া পেরেজ’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তিনি প্রথম ডোমিনিকান-আমেরিকান অভিনেত্রী হিসেবে অস্কার জয়ের গৌরব অর্জন করেছেন, সেই সাথে কান চলচ্চিত্র উৎসব এবং গোল্ডেন গ্লোবের মতো সম্মানজনক পুরস্কারও জয় করেছেন। বর্তমানে তিনি ‘অ্যাভাটার’ সিরিজের পরবর্তী কিস্তিগুলো নিয়ে ব্যস্ত আছেন, যা ২০২৯ এবং ২০৩১ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ফলে সামনের দিনগুলোতেও বক্স অফিসে তাঁর এই একক আধিপত্য বজায় থাকবে বলেই চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন।