গোল্ডেন গ্লোবের ৮৩তম আসরে প্রথমবারের মতো সাফল্যের স্বাদ পেলেন টিমোথি শ্যালামে। ড্রামা বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি। জশ সাফদি পরিচালিত ‘মার্টি সুপ্রিম’ চলচ্চিত্রে এক প্রতিভাবান টেবিল টেনিস খেলোয়াড়ের চরিত্রে অভিনয়ের জন্য এ সম্মান অর্জন করেন শ্যালামে। অনুষ্ঠানের ভেন্যু ছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেল।

এ বিভাগে তাঁর সঙ্গে লড়াইয়ে ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিওসহ একাধিক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। এর আগে ‘কল মি বাই ইয়োর নেম’, ‘বিউটিফুল বয়’, ‘ওংকা’ এবং ‘আ কমপ্লিট আননোন’ সিনেমার জন্য চারবার মনোনীত হলেও পুরস্কার জিততে পারেননি শ্যালামে। তাই এবারকার অর্জনকে তিনি নিজের ক্যারিয়ারের বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন।

পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে শ্যালামে বলেন, শৈশব থেকেই কৃতজ্ঞ থাকতে শিখেছেন। আগের ব্যর্থতা তাঁকে দৃঢ় করেছে, সেই অভিজ্ঞতাই বর্তমান সাফল্যকে আরও অর্থবহ করে তুলেছে। তাঁর কৃতজ্ঞতার তালিকায় ছিলেন পরিচালক জশ সাফদি, চিত্রনাট্যকার ও সহশিল্পীরা।

‘মার্টি সুপ্রিম’ মুক্তির পর থেকেই বক্স অফিসে সফলতা পাচ্ছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৮৪ মিলিয়ন ডলার আয় করেছে ছবিটি এবং আয় আরও বাড়ছে। প্রচারণায়ও সক্রিয় ভূমিকা রেখেছিলেন শ্যালামে, যা সিনেমার সাফল্যে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

মিউজিক্যাল বা কমেডি বিভাগেও শ্যালামে ছিলেন জর্জ ক্লুনি, লিওনার্দো ডিক্যাপ্রিও, ইথান হক, লি বিয়ং হুন ও জেসি প্লেমন্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায়। এই বিভাগকে তিনি শক্তিশালী বলে অভিহিত করেন। বিভিন্ন সমালোচক সংগঠনের স্বীকৃতি ও পুরস্কার ইতোমধ্যেই তাঁকে এগিয়ে রেখেছিল, গোল্ডেন গ্লোব জয় সেই ধারাবাহিকতারই প্রতিফলন।