বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ভালোবেসে জাহির ইকবালকে বিয়ে করেছেন। কিন্তু ভিন্ন ধর্মে বিবাহের কারণে গত দেড় বছর ধরে অভিনেত্রীকে নানা প্রশ্ন ও সমালোনার মুখে পড়তে হয়েছে। বারবার উঠেছে প্রশ্ন, বিয়ের পর তিনি কি ধর্ম পরিবর্তন করেছেন? সম্প্রতি সেই প্রশ্নের জবাব দেন জাহির নিজেই।

আবুধাবির পর্যটন বিভাগের আমন্ত্রণে দেশটি ঘুরতে গিয়েছিলেন সোনাক্ষী। তার ইউটিউব চ্যানেলে জানালেন, আগে কখনো মসজিদের ভিতরে যাননি। আবুধাবিতে পৌঁছে প্রথমে শেখ জায়েদ মসজিদ ঘুরতে যাওয়ার কথা ছিল।

সোনাক্ষী বলেন, “আমি মন্দিরে, গির্জায় বহুবার গিয়েছি, কিন্তু মসজিদে প্রথমবার যাচ্ছি। তাই উত্তেজনা অনুভব করছি।” এই সময়ই জাহির স্বাভাবিকভাবে বলেন, “আমি কিন্তু কাউকে ধর্ম পরিবর্তন করাতে নিয়ে যাচ্ছি না।” স্বামীর কথায় হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়েন সোনাক্ষী।

অভিনেত্রী একাধিকবার জানিয়েছেন, তাদের সম্পর্ক কখনো ধর্মের কারণে বাধাগ্রস্ত হয়নি। যেমন ঈদে জাহিরের সঙ্গে সময় কাটান, তেমনই পূজায় অংশ নেন। তারা একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং কখনো ধর্ম পরিবর্তনের কথা ভাবেননি।