স্মৃতি ইরানি ফেরেন টেলিভিশনের পর্দায়, আছেন বিল গেটস! উইল স্মিথও?

১৭ বছরের বিরতির পর ফের টেলিভিশনের পর্দায় ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছেন বিজেপি নেত্রী ও অভিনেত্রী স্মৃতি ইরানি। ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ সিরিজের নতুন সংস্করণে থাকছে একাধিক চমক। সাম্প্রতিক প্রোমোতে সেই আভাস মিলেছে।

রাজনীতির ময়দান থেকে টেলিভিশনে ফিরে স্মৃতি ইরানি যেন নতুন ইতিহাস রচনার পথে। যেখানে তুলসীর গল্প শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হচ্ছে নতুন অধ্যায়। এবার ভিরানি পরিবারের দরজায় কড়া নাড়ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক বিল গেটস। গুঞ্জন রয়েছে, অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথও হাজির হতে পারেন।

বিশ্বব্যাপী অন্তঃসত্ত্বা নারী ও নবজাতকের স্বাস্থ্যসুরক্ষা প্রচেষ্টায় সক্রিয় ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’-এর অংশ হিসেবে ভিডিও কলে আলোচনা চালিয়ে স্মৃতি ইরানি রাজি করিয়েছেন বিল গেটসকে। তুলসীর ঘরে শান্তির দূত হয়ে হাজির হচ্ছেন বিশ্বের প্রভাবশালী এই ব্যক্তিত্ব।

বিল গেটস যদি দর্শকদের জন্য চমক হয়, তবে উইল স্মিথের উপস্থিতি রীতিমতো ‘বিস্ফোরণ’। তাঁর চরিত্র সাজানো হয়েছে অস্কারের মঞ্চে বিতর্কিত মুহূর্ত থেকে অনুপ্রেরণা নিয়ে। মিহির ও তুলসীর দূরত্ব ঘোচাতে হাজির হবেন তিনি।

রাজনীতির ময়দান থেকে টেলিভিশনের পর্দায় ফিরেই দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে স্মৃতি ইরানি। আর এই নতুন চমক, বিল গেটস ও সম্ভাব্য উইল স্মিথ। নিশ্চয়ই সিরিজের টিআরপি-তে বড় প্রভাব ফেলবে।