একসময় বিদেশি ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখতেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সেমন্তি সৌমি। তবে সময়ের সঙ্গে বদলেছে তার চিন্তাভাবনা ও জীবনের সিদ্ধান্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাখুলি জানিয়েছেন নিজের ব্যক্তিগত জীবন ও পেশা নিয়ে অজানা কিছু কথা, যা শুনে ভক্তরা বিস্মিত হয়েছেন।

সৌমি জানান, বিদেশি ছেলের সঙ্গে আসল সংযোগ খুঁজে পাওয়া যায় না। তার ভাষায়, “যতই ইংরেজিতে কথা বলা হোক না কেন, বাংলায় আলাপের যে আনন্দ ও অনুভূতির গভীরতা আছে, তা অন্য ভাষায় মেলে না। সব আবেগ ভাগাভাগি করা যায় না।”

তিনি আরও জানান, আগামী বছর বিয়ে করার ইচ্ছে রয়েছে তার। তবে এবার পছন্দ দেশীয় ছেলে। হাস্যরসের সুরে তিনি বলেন, “আমার পছন্দ এখন ভালো দেশি ছেলে। একটা সুন্দর দেশি ছেলে দেখে বিয়ে করব, আর আপনাদের সবাইকে দাওয়াত দেব।”