ওডিশার কটকে শ্রেয়া ঘোষালের কনসার্টে প্রচণ্ড ভিড় এমন পর্যায়ে পৌঁছায় যে মঞ্চের সামনে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা তৈরি হয়। স্থানীয় পুলিশের ভাষায়, দুজন সংজ্ঞা হারান এবং দ্রুত ফার্স্ট এইড সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাটি ঘটে মঞ্চ ও দর্শকসারির মাঝের ব্যারিকেড এলাকায়। শ্রেয়াকে কাছ থেকে দেখার আশায় সন্ধ্যার আগেই হাজারো মানুষ জড়ো হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, কনসার্ট শুরু হওয়ার আগেই ভিড় অস্থির হয়ে ওঠে, আর সেই চাপেই দুজন অজ্ঞান হয়ে পড়েন।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও আয়োজকেরা অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করেন। অতিরিক্ত পুলিশ কমিশনার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। কয়েকটি স্থানীয় গণমাধ্যম জানায়, ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে পুলিশ হালকা লাঠি চালায়, এতে আরও কয়েকজন অজ্ঞান হয়ে তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হয়। যদিও গুরুতর আহতের কোনো তথ্য পাওয়া যায়নি, তবু ভিড় ব্যবস্থাপনায় কিছু ত্রুটি ছিল বলে ইঙ্গিত মিলেছে।
পুলিশ কমিশনার এস দেব দত্ত সিং পিটিআইকে বলেন, বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভিড় ছিল প্রচণ্ড, কিন্তু দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। একজন সামান্য আঘাত পেলেও তিনি এখন স্থিতিশীল।
৫ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলা বালি যাত্রা উৎসবের অংশ হিসেবে এই কনসার্টের আয়োজন করা হয়েছিল। সমুদ্রযাত্রার ঐতিহ্য স্মরণে পালিত ‘বইতা বন্দনা’, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাণিজ্য মেলা আর তারকাদের উপস্থিতি মিলিয়ে উৎসবটি লাখো মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।