ফ্যানার সমুদ্রে শ্রাবন্তী! বাথটাবের ছবিতে নেট দুনিয়ায় আগুন, কটাক্ষের জবাবে কী বললেন অভিনেত্রী?

টালিউডের 'মোস্ট ডিসকাসড' অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় মানেই নতুন আলোচনা, নতুন বিতর্ক! এবার কাজের খবর নয়, অভিনেত্রী ভাইরাল হয়েছেন তাঁর ইনস্টাগ্রামের একটি বাথটাবের ছবিকে কেন্দ্র করে। মঙ্গলবার শেয়ার করা সেই ছবিতে দেখা যায়, সোনালি রঙের বিকিনি পরে তিনি ফেনা ভর্তি বাথটাবে চোখ বুজে এক স্নিগ্ধ হাসিতে পোজ দিয়েছেন। ছবির ক্যাপশনটিও ছিল বেশ তাৎপর্যপূর্ণ: "নিজেকে সিক্ত রাখতে থাকুন।"

ছবিটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। মন্তব্যের ঘর ভরে গেছে মিশ্র প্রতিক্রিয়ায়। একদিকে যেমন নেটিজেনদের একাংশ তাঁর লুকের প্রশংসায় পঞ্চমুখ, কেউ বলছেন 'দারুণ চোখের ভাষা', কেউ আবার আগুনের ইমোজি দিয়ে উষ্ণতা প্রকাশ করেছেন। অন্যদিকে, শ্রাবন্তীর কপালে জুটেছে তীব্র কটাক্ষও। কেউ লিখেছেন, "ঠান্ডায় এত স্নান কেন দেখাচ্ছেন?" তো কেউ আবার ব্যক্তিগত আক্রমণ করে লিখেছেন, "বুড়ি হয়ে আর কত..."

শ্রাবন্তী এবং বিতর্ক যেন মুদ্রার এপিঠ-ওপিঠ! তিনটি বিয়ে ভেঙে যাওয়া থেকে শুরু করে তাঁর পোশাক কিংবা সোশ্যাল মিডিয়ার পোস্ট-প্রায় সবকিছুতেই ট্রলের মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। তবে শ্রাবন্তী বরাবরই সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতো করে জীবন যাপন করতে পছন্দ করেন। একসময় সন্তানের জন্য কাজ থেকে বিরতি নিলেও এখন তিনি পুরোদমে সক্রিয়।

সম্প্রতি দুর্গাপূজায় মুক্তি পাওয়া তাঁর আলোচিত ছবি 'দেবী চৌধুরানী'-তেও তিনি তাঁর অভিনয় দক্ষতা দেখিয়েছেন। নানা চড়াই-উতরাই পেরিয়েও এই অভিনেত্রী যে নিজের শর্তে পথ চলছেন, এই ছবিটি যেন তারই প্রমাণ। ট্রল ও সমালোচনা সত্ত্বেও শ্রাবন্তী তাঁর ব্যক্তিগত জীবন ও কাজকে আলাদা রেখে যেভাবে এগিয়ে চলেছেন, তা তাঁর আত্মবিশ্বাসেরই প্রতিফলন।