সম্প্রতি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তাদের বাড়ি ছেড়েছেন বলে খবর পাওয়া গেছে। এই সুযোগে শিল্পা নাকি পরকীয়ায় মজেছেন, এমন খবর ভারতের গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এই পুরো খবরটি আসলে একটি মজার ঘটনা।
আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন অনুযায়ী, শিল্পা এক সর্দারজির প্রেমে পড়েছেন বলে জানিয়েছেন। স্বামী বাড়ি ছাড়তেই তিনি তার সঙ্গে সময় কাটাচ্ছেন। ঘটনাটি ঘটেছে যখন কোরিওগ্রাফার ফারাহ খান শিল্পার বাড়িতে তার নতুন চ্যানেলের অনুষ্ঠানের জন্য এসেছিলেন।
ফারাহ খান রাজ কুন্দ্রার কথা জিজ্ঞাসা করলে শিল্পা জানান, তিনি তার স্বামী নয়, বরং তার প্রেমিকের সঙ্গে এই বাড়িতে থাকেন। এমন কথা শুনে ফারাহ খান অবাক হয়ে বলেন, "স্বামী যেতে না যেতেই প্রেমিক এল বাড়িতে!" তখন শিল্পা রহস্য ফাঁস করে জানান, তিনি যে সর্দারজির প্রেমে পড়েছেন, সেই সর্দারজি আসলে আর কেউ নন, তার স্বামী রাজ কুন্দ্রাই। রাজের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘মেহর’-এ তাকে সর্দারের চরিত্রেই দেখা গেছে।