জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান এবার নতুন ভূমিকায় হাজির হচ্ছেন। সিনেমার বাইরে এবারই প্রথম তিনি কোনো আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড, অর্থাৎ রিয়েলমির বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছেন। ব্র্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে যে, তরুণ প্রজন্মের কাছে তাদের ফোন আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতেই তারা শাকিব খানকে এই প্রচারণায় যুক্ত করেছেন। আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর ঢাকার বিভিন্ন স্থানে এর শুটিং হবে এবং শিগগিরই বিজ্ঞাপনটি টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন সামিউর রহমান

বিজ্ঞাপনের পাশাপাশি শাকিব খান তার সিনেমার কাজ নিয়েও ব্যস্ত। আগামী বছর দুটি ঈদ সামনে রেখে তিনি দুটি নতুন সিনেমার শুটিং করছেন। এর মধ্যে একটি হলো ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’, যা পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। নব্বইয়ের দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে তৈরি হচ্ছে এই সিনেমাটি, যেখানে ক্রাইম, অ্যাকশন, ভালোবাসা এবং আবেগ থাকবে। সিনেমাটির প্রথম পোস্টার এরই মধ্যে প্রকাশ পেয়েছে, যা দর্শকদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে। এই ছবিতে শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকবেন, তবে তাদের নাম এখনো চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ঈদুল ফিতরে এটি মুক্তি পাবে।

শাকিব খানের আরেকটি সিনেমা হলো সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’। এটিও আগামী বছর ঈদে মুক্তি পেতে পারে। এই ছবিতে শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো নিশ্চিত নয়। সব মিলিয়ে ঢালিউডের কিং খান এখন তার ক্যারিয়ারের নতুন এক অধ্যায়ে প্রবেশ করছেন।