গেল কয়েক বছর ধরে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন শাকিব খান। ভিন্ন ভিন্ন চরিত্র আর গল্পভিত্তিক সিনেমায় তিনি শুধু দর্শকদেরই চমকে দিচ্ছেন না, নতুন লুক, গেটআপ ও উপস্থাপন দিয়ে তরুণ প্রজন্মের কাছেও হয়ে উঠেছেন বেশ জনপ্রিয়।
বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে। এরই মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে আরেক খবর, শাকিব খানের বিপরীতে নাকি দেখা যাবে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। বিষয়টি নিজেই ইঙ্গিত দিয়েছেন শাকিব।
সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের এক ভিডিওতে শাকিব খান বলেন, “তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে।” পরে পাশের একজন জিজ্ঞেস করলে তিনি আরও জানান, “একটা সিনেমার জন্য কথা হচ্ছে তার সঙ্গে।”
এ বক্তব্য সামনে আসতেই শাকিবভক্তদের মধ্যে রীতিমতো উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়াজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা কোন সিনেমায় দেখা যাবে হানিয়াকে? কেউ বলছেন, ‘প্রিন্স’ সিনেমায় দু’জনকে একসঙ্গে দেখা যেতে পারে। আবার কেউ ধারণা করছেন, নতুন ঘোষিত রোমান্টিক সিনেমাটিই হতে পারে তাদের প্রথম কাজ।
প্রসঙ্গত, ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করে ডিসেম্বরেই ‘প্রিন্স’-এর কাজে যুক্ত হবেন শাকিব খান। এরপর আগামী বছরের ১০ ফেব্রুয়ারি থেকে তিনি যোগ দেবেন আজমান রুশোর পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া আরেকটি সিনেমার শুটিংয়ে, যেখানে তার বিপরীতে নতুন মুখ নেওয়ার পরিকল্পনা রয়েছে।