অভিনেত্রী অপু বিশ্বাস জানালেন, সুযোগ মিললে আবারও শাকিব খানের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী। প্রায় দুই বছরের বিরতির পর বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এতে নতুন করে আলোচনায় এসেছে ঢালিউডের জনপ্রিয় শাকিব-অপু জুটি।
সম্প্রতি নিজের নতুন ছবি “দুর্বার” এর একটি আয়োজনের অংশ হিসেবে কথা বলতে গিয়ে শাকিব খানের প্রসঙ্গ উত্থাপিত হলে তিনি সেই সম্ভাবনা নিয়ে মত জানান।
ঢালিউডে জুটি হয়ে অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের পর দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। তাই ভক্তদের কৌতূহল, তারা কি আবারও বড় পর্দায় ফিরবেন?
ওই প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, শাকিব খান আন্তর্জাতিকভাবে পরিচিত একজন বড় তারকা। তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তিনি আরও জানান, বিরতির পর কাজে ফিরেছেন এবং সবার সহযোগিতা পাচ্ছেন। যদি কোনো প্রযোজক আগ্রহী হয়ে এগিয়ে আসেন, তাহলে দর্শকদের এই ইচ্ছা পূরণ হতে পারে।
শাকিব খানের সঙ্গে কাজের স্মৃতি মনে করে অপু বিশ্বাস বলেন, তারা একসঙ্গে ৭২টি সিনেমায় অভিনয় করেছেন। প্রযোজক ও পরিচালকদের সহায়তা ছাড়া এত বড় সংখ্যা সম্ভব হতো না।
এদিকে অপু বিশ্বাস অভিনীত নতুন ছবি “দুর্বার” পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। এতে তার বিপরীতে আছেন আব্দুন নূর সজল। ২০২৬ সালের কোনো বড় উৎসবকে কেন্দ্র করে দেশজুড়ে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।