বলিউডের রাজা যেখানে পা রাখেন, সেখানেই হইচই। দিল্লির এক হাই-প্রোফাইল বিয়েও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু এবার শাহরুখ খান এমন এক অদ্ভুত অবস্থায় পড়লেন, যেটা দেখলে হাসি থামানো কঠিন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে কনে হঠাৎই শাহরুখকে অনুরোধ করেন সেই কুখ্যাত ভাইরাল লাইন, জুবান কেসরি বলতে। পরিস্থিতি যতটুকু অস্বস্তিকর হতে পারে, ঠিক ততটাই মজাদার ছিল শাহরুখের জবাব।

হাসতে হাসতে তিনি বলেন,
একবার এদের সঙ্গে ব্যবসা করো, জানই খেয়ে নেয়। গুটকা-ওয়ালাদের কথাই বলছি।

কনে তবু ছাড়ার পাত্র নন, আবারও আবদার। তখন শাহরুখ আরও নরম গলায়, কিন্তু নিজের ভাষায় দারুণ স্পষ্টভাবে বললেন,
যতবার বলি, টাকা নিই। বাবাকে বলে দিও তুমি।
আর সঙ্গে যোগ করলেন,
আমি তো এখানে ওটা বলতে আসিনি।

এই কয়েক সেকেন্ডেই কিং খানের হিউমারের দাপট আবারও দেখা গেল, আর ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ল নেটে। কমেন্টে কেউ লিখলেন, বরপক্ষ নিশ্চয়ই বিমল-ব্যবসার সঙ্গে জড়িত। আবার কেউ বললেন, তারকাদের সঙ্গে কীভাবে আচরণ করতে হয়, এটা এক ধরনের পাঠ।

মজার ঘটনা এখানেই শেষ নয়। একই বিয়েতে আরও একটি ক্লিপ ঘুরছে নেটপাড়ায়। সেখানে ‘জওয়ান’-এর চলেয়া গানে নাচছেন শাহরুখ। নাচতে নাচতেই কনেকে ইশারা দিলেন সঙ্গ দিতে। কিন্তু মেয়ে দাঁড়িয়ে রইলেন হাসিমুখে, নড়লেন না একচুলও।

কেউ কটাক্ষ করে লিখল-
শাহরুখ কোনো বিলিয়নিয়ারের বিয়েতে নাচছেন, আর কনে তার সঙ্গে নাচতেই চাইল না!
আবার কেউ বললেন, দেশের সবচেয়ে বড় তারকাকে সামনে দেখে হয়তো মেয়েটা পুরো জমে গিয়েছিল।

সব মিলিয়ে শাহরুখ খান আবারও প্রমাণ করলেন, ক্যামেরার সামনে হোক বা বিয়ের মঞ্চে তার উপস্থিত বুদ্ধি আর ক্যারিশমা আলাদা লিগে।

এদিকে কাজ নিয়েও তিনি ব্যস্ত। সামনে আসছে ‘কিং’, যেটা ২০২৬ এ মুক্তি পাওয়ার কথা। সেখানে অতিথি চরিত্রে দেখা মিলবে তার। আর অবশ্যই আছে ‘পাঠান ২’, যেটা স্পাই ইউনিভার্সের সবচেয়ে প্রতীক্ষিত অ্যাকশন সিক্যুয়েলদের একটি।