দিল্লি থেকে শূন্য হাতে মুম্বাই এসে, অধ্যবসায় এবং পরিশ্রমের ফলে শাহরুখ খান এখন বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা। শুধু তাই নয়, অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন বিশ্ববাসীর মন। তার জীবনটাই যেন সিনেমার মতো, সিনেমাতেই তার বেঁচে থাকা। আগামী ২ নভেম্বর শাহরুখের ষাটতম জন্মদিন।
আর বলিউড বাদশাহর এই জন্মদিনটিকে বিশেষ করে তুলতে এক উদ্যোগ নিয়েছে পিভিআর আইনক্স। শাহরুখের জন্মদিন উপলক্ষে দুই সপ্তাহব্যাপী এক বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই বিশেষ চলচ্চিত্র উৎসব। ভারতের ত্রিশটি শহরে ৭৪টি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট ছবি। এ ক্ষেত্রে শাহরুখের দর্শক-অনুরাগীরা ফের একবার সিনেমা হলে গিয়ে তার পুরনো ছবিগুলো দেখার সুযোগ পাবেন।
এই তালিকায় রয়েছে ‘কাভি হাঁ কাভি না’, ‘দিল সে’, ‘ম্যায় হু না’, ‘দেবদাস’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ছবিগুলো।